,
শিরোনাম
হযরত মাওলানা মরহুম এমদাদুর রহমান (রঃ) এর ঈসালে সাওয়াব উপলক্ষে মীলাদ ও দোআ মাহফিল এবং অসহায় গরীবদের মাঝে কাপড়  বিতরণ ইসলামিক ফাউন্ডেশন এর ২০২৩ শিক্ষা বর্ষের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মধ‌্যে পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনকে কেন্দ্র করে জগন্নাথপুরে মামলা দায়ের বাতিল হতে পারে ১৫ আগস্টের সরকারি ছুটি ইন্টারনেট শাটডাউন: তদন্তে বেরিয়ে এলো যাদের নাম শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন ড. ইউনূস আমার মায়ের পদত্যাগের বিষয়ে দেয়া বিবৃতি পুরোপুরি মিথ্যা: জয় চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলসহ উপদেষ্টা পরিষদের ৮ সিদ্ধান্ত প্রথম দিনেই তিন সিদ্ধান্ত নিলেন আসিফ মাহমুদ

জগন্নাথপুরে ক্যান্সার আক্রান্ত ছাত্র সৈয়দ রাকিব অালী কে সহযোগিতা করতে ছাত্র ও যুব সমাজের বৈঠক

মোঃ হুমায়ূন কবীর ফরীদি#

জগন্নাথ পুরের সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্যান্সার আক্রান্ত ছাত্র সৈয়দ রাকিব আলীকে সহযোগীতায় ৫ লক্ষ টাকা সংগ্রহে সৈয়দপুরের ছাত্র ও যুব সমাজ ঐক্যবদ্ধ হয়েছেন। এবং ইতিমধ্যে কিছু নগদ অর্থ সংগ্রহ হয়েছে। স্থানীয় সুত্রে জান যায়, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের সৈয়দপুর হাড়িকোনা গ্রামের সৌদি প্রবাসী সৈয়দ মিনার আলীর পুত্র সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র সৈয়দ রাকিব আলী মরন ব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসা অনেক ব্যায় বহুল, যা তার পরিবারের জন্য বহন করা অনেক কষ্টসাধ্য। অন্যান্য সংগঠনের পাশাপাশি কিশোর মেধাবী ছাত্র সৈয়দ রাকিব আলীর চিকিৎসা ক্ষেত্রে সহযোগীতার জন্য অর্থতহবিল গঠণে সৈয়দপুর ছাত্র ও যুব সমাজের উদ্যোগে সৈয়দপুর আলিয়া মাদ্রাসয় ৭অাগস্ট সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায়এক জরুরী বৈঠকের আয়োজন করা হয়। প্রিন্সিপাল হাফিজ মাওলানা সৈয়দ রেজওয়ান আহমদের সভাপতিত্বে অনুষ্টিত বৈঠকে সকলেই ঐক্যবদ্ধ হন যে ক্যান্সার আক্রান্ত রাকিবের সহযোগীতার জন্য সৈয়দপুর ছাত্র ও যুব সমাজের মাধ্যমে ৫০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা সংগ্রহের টার্গেট নেওয়া হয়। বৈঠকে সৈয়দপুরের তরুন, যুবক ও ছাত্র সমাজ সকলেই রাকিবের সুচিকিৎসা নিশ্চিত করতে অর্থ তহবিল গঠনে সর্বাত্বক সহযোগীতা করতে দৃপ্ত অঙ্গিকার করেন। শতাধিক লোকের উপস্থিতিতে উপস্থিত অনেকেই নগদ অর্থ (৬৬,৯০০ টাকা) প্রদান করেন । তারা আশাবাদ ব্যাক্ত করেন আগামী কয়েকদিনের ভিতরেই তারা সকলে পাঁচ লক্ষাধিক টাকা কালেক্ট করতে সর্বাত্বক প্রচেষ্টা চালাবে। বউক্ত বৈঠকে সার্বিক সহযোগীতা ও বিশেষ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য সৈয়দ সাব্বিরঅাহমদ ছাবির মিয়া। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা সৈয়দ তহুর অাহমদ তৈয়ফুর, সৈয়দ দুলা মিয়া, সৈয়দ শেফুল আমীন, সৈয়দ মোসাব্বির আহমদ, সৈয়দ মারুফ আহমদ, সৈয়দ হিলাল, সৈয়দ তানভীর মুরাদ। অনুষ্টানে উপস্থিত ছিলেন, সৈয়দ কাওসার আহমদ, সৈয়দ আব্দুল লতিফ, সৈয়দ মারুফ আহমদ, সৈয়দ মস্তাক আহম, সৈয়দ সৈয়দ হাবিল, সৈয়দ ময়েজ, মারজান কোরেশী, সৈয়দ আবিদ, মোঃ তুহেল, সৈয়দ জামাল, সৈয়দ শাহির, সৈয়দ কাইয়ূম, সৈয়দ জাবের, সৈয়দ ইনান, সৈয়দ রাজু, আবিদ মল্লিক, সৈয়দ ছাবির, সৈয়দ ছাইদুল হক, সৈয়দ অঞ্জু, সৈয়দ তামিম আদনান, সৈয়দ তামজীদ রিবান, সৈয়দ রিয়াদ, মোঃ নোমান, সৈয়দ নুরুল, মির্জা মুস্তাকিম, জয়নুল কোরেশী, সৈয়দ দিদার, মোঃ সালমান, সৈয়দ তানিন, সুজেল খাঁন, সৈয়দ মিলু, সৈয়দ আহলাল, প্রমূখ। আগামী ১০অাগস্ট বৃহস্পতিবার সন্ধ্যা পর সৈয়দপুর আলীয়া মাদ্রাসায় আবার বৈঠক হবে, বৈঠকে সকলকে উপস্হিত হওয়ার অনুরুদ করা হয়েছে

     More News Of This Category

ফেসবুকে আমরা

 

 

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৪:৪৪
  • দুপুর ১১:৪৮
  • বিকাল ৩:৫৫
  • সন্ধ্যা ৫:৩৬
  • রাত ৬:৫০
  • ভোর ৫:৫৬