,

জগন্নাথপুরে কলেজ ছাত্রীর মৃত্যুর ঘটনায় জড়িত খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন

মোঃ হুমায়ূন কবীর ফরীদি #

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর ডিগ্রি কলেজের মেধাবী ছাত্রী রোমেনা বেগম (১৮) এর মৃত্যুর ঘটনায় জড়িত বখাটে ইউনুছ আলীসহ জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিশাল মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। প্রকাশ, ৭ ই আগষ্ট ২০১৭ ইং রোজ সোমবার সকাল  ১১ ঘটিকার সময় জগন্নাথপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচীপালন করা হয়। কলেজ অধ্যক্ষ মো. আব্দুন নূরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জগন্নাথপুর সরকারি কলেজের প্রভাষক আব্দুর রউফ, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি ও বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া । এ সময় জগন্নাথপুর থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো.লুৎফুর রহমান কর্মসূচীর প্রতি সমর্থন জানিয়ে আসামী ইউনুছকে ধরিয়ে দিতে পুলিশের পক্ষ থেকে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষনা করেন এবং এসব বিষয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন। অন্যানোর মধ্যে কলেজের শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মুহিবুর রহমান লিটু, জুনায়েদ আহমদ, আকমল হোসেন, মাসুম হোসাইন, খায়রুল ইসলাম মিছবাহ, জাবির আহমদ চৌধুরী, বদরুল ইসলাম রনি, তাহা আহমদ, কলেজ ছাত্র সাংবাদিক মো. মুন্না মিয়া, অনি হাসান নিলু, তানজির আলম তামিম, সাজনা বেগম, রিমা বেগম, নাজমা আক্তার প্রমূখ।বক্তারা তাদের বক্তব্যে ধর্ষক ইউনুছ আলীর ফাঁসি দাবি করেন। বক্তারা বলেন, জগন্নাথপুর কলেজের মেধাবী ছাত্রী রোমানা বেগম মৃত্যুর ঘটনায় জড়িত ইউনুছ মিয়াসহ জড়িত সকল খুনিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে । খুনিরা রোমেনাকে ধর্ষণ করে মৃত্যুর পথে ঠেলে দিয়েছে। এসব হত্যাকারী সমাজের শত্রু উল্লেখ করে বক্তারা আরো বলেন পুলিশ প্রশাসন যদি ২৪ ঘন্ঠার মধ্যে হত্যাকারীদের গ্রেফতারে ব্যার্থ হয় তাহলে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে সাথে নিয়ে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

     More News Of This Category

ফেসবুকে আমরা

 

 

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৪:২৮
  • দুপুর ১২:০০
  • বিকাল ৪:২৬
  • সন্ধ্যা ৬:১৬
  • রাত ৭:৩১
  • ভোর ৫:৪১