,
শিরোনাম
জগন্নাথপুরে জাতীয় ইমাম সম্মেলন সম্পন্ন হযরত মাওলানা মরহুম এমদাদুর রহমান (রঃ) এর ঈসালে সাওয়াব উপলক্ষে মীলাদ ও দোআ মাহফিল এবং অসহায় গরীবদের মাঝে কাপড়  বিতরণ ইসলামিক ফাউন্ডেশন এর ২০২৩ শিক্ষা বর্ষের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মধ‌্যে পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনকে কেন্দ্র করে জগন্নাথপুরে মামলা দায়ের বাতিল হতে পারে ১৫ আগস্টের সরকারি ছুটি ইন্টারনেট শাটডাউন: তদন্তে বেরিয়ে এলো যাদের নাম শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন ড. ইউনূস আমার মায়ের পদত্যাগের বিষয়ে দেয়া বিবৃতি পুরোপুরি মিথ্যা: জয় চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলসহ উপদেষ্টা পরিষদের ৮ সিদ্ধান্ত

মিয়াদ হত্যার প্রতিবাদে সিলেটে ছাত্রলীগের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক # সিলেট শহরের টিলাগড়ে ছাত্রলীগ কর্মী ওমর আলী মিয়াদ নিহত হওয়ার জেরে নগরীর চৌহাট্টা পয়েন্টে সড়ক অবরোধ করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা।সোমবার (১৬ অক্টোবর) রাত ৮টার দিকে মিছিল নিয়ে চৌহাট্টা পয়েন্টে জড়ো হয় বিক্ষুব্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।এরপর চৌহাট্টা পয়েন্টে সড়ক অবরোধ করে রাখে তারা। এসময় বিক্ষোভকারীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরীর বিরুদ্ধে শ্লোগান দিয়েছে বলে সুত্রে জানাগেছ। বিপুল সংখ্যক পুলিশও চৌহাট্টা পয়েন্টে অবস্থান নিয়েছে। তাদের উপস্থিতিতেই বিক্ষোভ করেছে ছাত্রলীগ। অবরোধের ফলে চৌহাট্টা পয়েন্টে যানজট তীব্র আকার ধারণ করে।

বিক্ষোভকারীরা ২৪ ঘণ্টার মধ্যে মিয়াদের খুনিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের সাবেক সহসভাপতি আবুল হাসনাত বুলবুল, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিটু তালুকদার, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সঞ্জয় চৌধুরী, সহ সভাপতি হুসাইন আহমদ চৌধুরী, ইমরুল আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য নজমুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক হুসাইন আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক মওদুদ আহমদ আকাশ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিপ্লব দাস, শাহ আলমগীর, রাসেল আহমদ, পরিবেশ বিষয়ক সম্পাদক সাদিকুর রহমান, এমসি কলেজ ছাত্রলীগ নেতা দিলোয়ার হোসেন, সজীব চৌধুরী, রাজিব, জেলা ছাত্রলীগের সদস্য সৌরভ দাস, রুবেল আহমদ, মুরাদ, সোহেল, অনুপম দাস, আবু তাহের শিপু, জেলা ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা উপ সম্পাদক ফাইয়াদ আহমদ জামিল, উপ আইন বিষয়ক সম্পাদক কাওছার উদ্দিন আহমদ, ছাত্র বিষয়ক উপ সম্পাদক বখতিয়ার আকরাম চৌধুরী অনি, রাসেল, জয়াশীষ লিটন, রাহি, সাইফুল, সরকারি কলেজ ছাত্রলীগ নেতা রুয়েল, তানিম, নাঈম, আনাছ, ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের শিপু দাস প্রমুখ। এছাড়াও এমসি কলেজ ছাত্রলীগ, সরকারি কলেজ ছাত্রলীগ, ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগ সহ অন্যান্য ইউনিট ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লখ্য, সিলেট শহরের টিলাগড়ে অভ্যন্তরীণ কোন্দলে সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ওমর আহমদ মিয়াদ নামের এক ছাত্রলীগকর্মী ছুরিকাঘাতে খুন হয়েছেন। নিহত ছাত্রলীগকর্মী মিয়াদ লিডিং ইউনিভার্সিটিতে আইন বিষয়ের ছাত্র। তিনি শহরতলির বালুচর এলাকার আকুল মিয়ার ছেলে। জেলা ছাত্রলীগের সাবেক সদস্য নাজমুলসহ আহত হয়েছেন আরও দুজন। অপর আহত ছাত্রলীগকর্মী নাসির। প্রত্যক্ষদর্শীরা সুত্রে জানাযায়, আধিপত্য বিস্তার নিয়ে সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে সিলেটের টিলাগড় এলাকায় ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে নিহত হন মিয়াদ।

নিহত মিয়াদ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হীরন মাহমুদ গ্রুপের অনুসারী বলে জানা গেছে। দুপক্ষই টিলাগড় কেন্দ্রিক ছাত্রলীগের পৃথক উপ-গ্রুপের সঙ্গে সম্পৃক্ত। নিহতের লাশ ও আহতদের উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ফখরুল ইসলাম (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ফখরুল সিলেট সিটি কর্পোরেশনের লাইসেন্স শাখায় কর্মরত এবং পূর্বে তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে। মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা হাসপাতাল সূত্রের বরাত দিয়ে জানান, একজন নিহতের খবর পেয়েছি। টিলাগড় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে

     More News Of This Category

ফেসবুকে আমরা

 

 

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৫:০২
  • দুপুর ১১:৪৭
  • বিকাল ৩:৩৬
  • সন্ধ্যা ৫:১৫
  • রাত ৬:৩১
  • ভোর ৬:১৬