নিজস্ব প্রতিবেদক:- সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামী লীগের পাঁচ নেতা। গত মঙ্গলবার ও বোধবার এই দুই দিনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় সূত্র জানায়, শনিবার মনোনয়ন সংগ্রহ করেন সুনামগঞ্জ-৩ আসনের বর্তমান সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ।
রবিবার মনোনয়ন সংগ্রহ করেন জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট খায়রুল কবীর রুমেন ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক,সোমবার মনোনয়ন সংগ্রহ করেন যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা আশরাফুল ইসলাম আশরাফ।
প্রসঙ্গত পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান গত তিন মেয়াদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়ে সরকারের পরিকল্পনা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এবারও আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। অপরদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ ডন গত তিন মেয়াদে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়েও মাঠে তৎপর রয়েছে। তিনি এবারও দলের মনোনয়ন প্রত্যাশা করে মনোনয়ন দাখিল করেন।
এছাড়াও যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বেশ কিছু দিন ধরে মনোনয়ন প্রত্যাশা করে মাঠে প্রচারণায় আছেন। তিনি প্রথমবারের মতো মনোনয়ন সংগ্রহ করেছেন। অপরদিকে এ আসনের প্রথম এমপি প্রয়াত আব্দুর রইছ এর ছেলে অ্যাডভোকেট খারুইল কবীর রুমেন প্রথমবারের মতো দলীয় মনোনয়ন কিনেছেন।প্রথম বারের মতো মনোনয়ন জমা দিয়েছেন নব্বই দশকের রাজপথ কাপাঁনো তখোর ছাত্রনেতা যুক্তরাজ্য আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য মোহাম্মদ আশরাফুল ইসলাম আশরাফ।
More News Of This Category