নিজস্ব প্রতিবেদক:- সুনামগঞ্জের জগন্নাথপুরে গত কয়েকদিন বন্যার পানিতে কমতে শুরু হওয়ার পরও অনেক পরিবার আশ্রয় কেন্দ্র ছেড়ে বসতবাড়ীতে ফিরে যেতে সাহস পাচ্ছেনা। কারণ হিসাবে জানা যায় প্রতিদিনের বৃষ্টি ও বন্যা পানি বেড়ে যাওয়ার শংকা তবে কিছু কিছু পরিবার নিজ বাড়ীতে ফিরে যাচ্ছেন।
গত ১৬ জুন থেকে অব্যাহত বৃষ্টি ও পাহাড়ি ঢলে জগন্নাথপুর উপজেলা বন্যা কবলিত হয়ে পড়ে। ভোররাত থেকেই লোকজন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে থাকেন। ১৭ জুন সকাল থেকে উপজেলার একটি পৌরসভা ও আট ইউনিয়নের স্কুল কলেজ মাদ্রাসা সহ বিভিন্ন দপ্তরে বন্যা কবলিত মানুষেরা আশ্রয় নেন। পানি কমতে শুরু করায় গত মঙ্গলবার থেকে লোকজন বাড়ি ফিরতে শুরু করেছেন।
জগন্নাথপুর কলকলিয়া এলাকার বাসিন্দা আব্দুর আহাদ, জানান গত ১১ দিন ছিলাম ডায়মন্ড কমিউনিটি সেন্টারের আশ্রয় কেন্দ্রে। ঘর থেকে পানি না নামায় পরিবারের সবাইকে নিয়ে এখনো বাড়ি ফিরতে পারছিনা।
এদিকে বন্যার পানি কমে যাওয়ায় জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে থেকে ১০ টি পরিবার চলে যায়। তাঁরা পৌর এলাকার বাদাউড়া এলাকা থেকে ওই কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন।ক্ষিতিপ দাস নামে বাদাউড়ার বাসিন্দা জানান, নিজের বাড়িঘর ছেড়ে কেউ আশ্রয় কেন্দ্রে গিয়ে থাকতে চায় না। নিরুপায় হয়ে থাকতে হয়েছে। তিনি বলেন, বাড়ি ঘরের বেহাল দশা। অনেক কষ্ট হবে থাকার উপযোগী করতে।
জগন্নাথপুর পৌর সভার ভারপ্রাপ্ত সচিব সতীশ গোস্বামী বলেন, পৌর ভবনে ৫ শতাধিক মানুষ আশ্রয় নিয়েছিলেন। শতাধিক মানুষ গতকাল থেকে বাড়ি ফিরছেন। পানি কমতে শুরু করেছে আশা করছি দ্রুত বানভাসি মানুষ আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরে যাবে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম বলেন, পানি কমতে শুরু করায় আশ্রয় কেন্দ্র থেকে মানুষ বাড়ি ফিরতে শুরু করেছেন।