নিজস্ব প্রতিবেদক:- জগন্নাথপুরের কলকলিয়ায় বন্যায় কবলিত হয়ে আশ্রয় কেন্দ্রগুলোতে অসহায় দুঃস্থ তিন শতাধিক সুবিধা বঞ্চিত শিশু, নারী ও পুরুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ঔষধ প্রদান করা হয়েছে।
সোমবার (২৭শে জুন) বালিকান্দি ছাত্র ও সমাজ কল্যাণ পরিষদ নামে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ও সংগঠনের সভাপতি আবু সাদেক রনি’র অর্থায়নে উপজেলার কলকলিয়া ইউনিয়নের পাড়ারগাও আইডিয়াল হাইস্কুল এন্ড কলেজ, মজিদপুর হাজী শমসর আলী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, খশিলা হাজি মন্তাজ উদ্দিন চৌধুরী কে.জি এন্ড হাইস্কুল আশ্রয় কেন্দ্র গুলোতে মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা ২য় দিনে দুই শতাধিক রোগিকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরন করা হয়।
সকাল দুপুর ১২টায় কলকলিয়া ইউনিয়নের আশ্রয় কেন্দ্র পাড়ারগাও আইডিয়াল হাইস্কুল এন্ড কলেজ একশত, মজিদপুর হাজী শমসর আলী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ৫০জন, খশিলা হাজি মন্তাজ উদ্দিন চৌধুরী কে.জি এন্ড হাইস্কুল ৫০জন রোগিকে সেবা প্রদান করা হয়।
সেবা কার্যক্রমে উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা মারজুম আহমদ, ডাউকা ঢালিয়া সাহিত্য সংস্কৃতি সংসদ এর সাধারণ সম্পাদক আলি আকবর, বালিকান্দি ছাত্র ও সমাজ কল্যাণ পরিষদ এর সাধারণ সম্পাদক মু. জামাল হুসাইন, সহ সাধারণ সম্পাদক সায়েক আহমদ, সদস্য ইসলাম উদ্দিন, দুলাল আহমদ সহ সংগঠনের সদস্য বৃন্দ।
More News Of This Category