আজ ২৪ শে জুন রোজ শুক্রবার সকাল ৯ ঘটিকার সময় বন্যা কবলিত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত বন্যা আশ্রয় কেন্দ্র শাহজালাল মহাবিদ্যালয়, আটপাড়া উচ্চ বিদ্যালয়, কলকলিয়া বাজারস্থ ডায়মন্ড কমিউনিটি সেন্টার ও বালিকান্দী গ্রামের লাল মিয়ার বাড়ীতে আশ্রিত ৩ শতটি বন্যার্ত পরিবার এর মধ্যে কলকলিয়া ইউনিয়ন এর বালিকান্দী গ্রাম নিবাসী বিশিষ্ট সমাজ সেবক মোঃ মনরুল হক এর পরিবারের প্রবাসে বসবাসরত ব্যাক্তিবর্গের অর্থায়নে সাবেক মেম্বার মির্জা আবদুল লতিফ, আলী হোসেন, ঈমাদ উদ্দিন মাছুম ও মোঃ খালেদ আহমদ এর সার্বিক তত্বাবধানে পরিবারবর্গের পক্ষ হতে রান্না করা খাবার বিতরন করেছেন তরুণ সমাজ সেবক মোঃ মনরুল হক।
এছাড়াও বিগত ২২ শে জুন বন্যা কবলিত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত বালিকান্দী আটপাড়া সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসায় আশ্রিত ও বালিকান্দী গ্রামের মোট ২ শত বন্যার্ত পরিবার এর মধ্যে প্রবাসীদের অর্থায়নে পরিবারের পক্ষে শুকনো খাবার বিতরণ করেছেন তরুণ সমাজ সেবক মোঃ মনরুল হক।
এসময় উপস্থিত ছিলেন, মোঃ মুজিবুল হক, মির্জা আব্দুল লতিফ, মোঃ আলী হোসেন, মোঃ ইমাদ উদ্দিন মাছুম ও মোঃ খালেদ আহমদ প্রমূখ।