মিরজান হুসাইন:- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচন তফসিল অনুযায়ী ভোট গ্রহন হবে আগামী ২৭ জুলাই। নির্বাচনে আবারো চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান জগন্নাথপুরে বিশিষ্ট ব্যবসায়ী ও আ.লীগ নেতা মিন্টু রঞ্জন ধর।
২০০৯ সালের ২২ জানুয়ারি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে টেলিফোন প্রতীক নিয়ে ১৭ হাজার ৬০৩ ভোট পেয়ে হাড্ডাহাড্ডি লড়াই করে সবাইকে চমক দেখিয়ে ছিলেন তিনি। সেই জনপ্রিয় প্রার্থী মিন্টু রঞ্জন ধর দলীয় হাইকামান্ড এর নির্দেশে ২০১৭ সালে নির্বাচন না করলেও এবার আওয়ামীলীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে নির্বাচন করতে চান।
১১ জুন (শনিবার) আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও দলীয় প্রতীক নৌকা প্রত্যাশি মিন্টু রঞ্জন ধর এর সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, চেয়ারম্যান প্রার্থী মিন্টু রঞ্জন ধর। জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি ও উপজেলা কৃষক লীগের আহবায়ক আফছর উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে এবং পৌর কাউন্সিলর সুহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সাবেক পৌর মেয়র ও আ.লীগ নেতা মিজানুর রশীদ ভূইয়া, প্রবীণ আ.লীগ নেতা সাবেক বণিক সমিতির সভাপতি আবদাল হোসেন ভূইয়া, শালিসি ব্যক্তি শাহ আবদুর রাজ্জাক, আবদুল হাসিম, উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব ও বাজার সেক্রেটারি জাহির উদ্দিন, সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, কৃষক লীগ নেতা মতিউর রহমান, আ.লীগ নেতা ছালিক আহমদ পীর, ব্যবসায়ী নেতা আমিনুর রহমান প্রমূখ। এতে শালিসি ব্যক্তি তখদ্দুছ আলী, আশরফ উল্লাহ, আবদুল বারী, ক্রীড়াবিদ সালাহ উদ্দিন, আ.লীগ নেতা সেলিম আহমদ, জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
More News Of This Category