নিজস্ব প্রতিবেদক:- সুনামগঞ্জের জগন্নাথপুর পল্লিতে ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রী কে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় জগন্নাথপুর থানায় অটোরিকশা চালক সায়িক মিয়া (৩৫) কে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন মেয়েটির বাবা ।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, স্থানীয় একটি বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রুপা (ছদ্দনাম) (১১) শুক্রবার সকাল সাড়ে ১০ টায় বাড়ির পাশে একটি মাছের ফার্মে কাজে থাকা পিতার খুঁজে যায়।
সেখানে অটোরিকশা ধোঁয়ার কাজে থাকা উপজেলার বড়ফেচি গ্রামের ইন্তাজ মিয়ার ছেলে সায়িক মিয়া তাকে জোরপূর্বক ফার্মে থাকা একটি ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে
এঘটনায় জগন্নাথপুর থানায় স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। এবং ধর্ষণের শিকার স্কুল ছাত্রী কে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
জগন্নাথপুর থানার উপ পরিদর্শক জিয়া উদ্দিন জানান, অভিযুক্ত অটোরিকশা চালক কে গ্রেপ্তার করতে অভিযান চলছে। উল্লেখ্য মেয়েটির সম্মান বিবেচনায় পরিচয় গোপন রাখা হয়েছে।
More News Of This Category