নিজস্ব প্রতিবেদক:- সুনামগঞ্জের জগন্নাথপুরে সৈয়দা আছাবি বিবি (৬০) নামের এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার দুপুরে পুলিশ উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর (হাড়িকোনা) গ্রাম থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ওই বৃদ্ধা সৈয়দপুর (হাড়িকোনা) গ্রামের মৃত সৈয়দ ছেরাগ আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আছাবি বিবি প্রতিদিনের মত মঙ্গলবার রাত ১০ টার দিকে নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। সকালে পরিবারের লোকজন তাঁকে ঘরে না পেয়ে খোঁজতে শুরু করেন। পরে সকাল ৮টা দিকে পাশের বাড়ির বারান্দায় ওই বৃদ্ধার ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে পুলিশে খবর দেন। ওই বৃদ্বার ৫ ছেলে ও ৩ মেয়ে রয়েছে।
জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) মির্জা শাফায়েত বলেন, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।