নিজস্ব প্রতিবেদক:- যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ইসলামিক ফাউন্ডেশনের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ইসলামিক ফাউন্ডেশন জগন্নাথপুর।
দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার ২২শে মার্চ ২০২২ইং জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ সাজেদুল ইসলামের এর সভাপতিত্বে ও উপজেলা ফিল্ড সুপারভাইজার মাওঃ আব্দুল কাইয়ুম এর সঞ্চালনায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টান সম্পন্ন হয়। আলোচনা সভার পূর্বে মউশিক শিক্ষকবৃন্দ উপজেলার বিভিন্ন রাস্তায় র্যালি করেন।
সভায় প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব আতাউর রহমান। বিশেষ অতিতির বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী রেজাউল করিম রিজু, ইসলামিক ফাউন্ডেশন জগন্নাথপুর উপজেলার নয়াবন্দর সাধারণ রিসোর্স সেন্টারের কেয়ার টেকার মোহাম্মদ আব্দুল হক, জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ এর সাধারণ রিসোর্স সেন্টারের কেয়ার টেকার শিশু মিয়া।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মউশিক শিক্ষক সমিতির সভাপতি মাও: ফজলুল করিম, মোঃ জামাল হোসাইন, একরা হোসাইন, নুর উদ্দিন, শামিম আহমদ, দ্বীনুল হক, আনোয়ার হোসেন সহ শিক্ষকবৃন্দ।
More News Of This Category