,
শিরোনাম
ইসলামিক ফাউন্ডেশন এর ২০২৩ শিক্ষা বর্ষের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মধ‌্যে পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনকে কেন্দ্র করে জগন্নাথপুরে মামলা দায়ের বাতিল হতে পারে ১৫ আগস্টের সরকারি ছুটি ইন্টারনেট শাটডাউন: তদন্তে বেরিয়ে এলো যাদের নাম শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন ড. ইউনূস আমার মায়ের পদত্যাগের বিষয়ে দেয়া বিবৃতি পুরোপুরি মিথ্যা: জয় চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলসহ উপদেষ্টা পরিষদের ৮ সিদ্ধান্ত প্রথম দিনেই তিন সিদ্ধান্ত নিলেন আসিফ মাহমুদ শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ

কলকলিয়া ইউপির ভিবিন্ন ওয়ার্ডে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী তালহা আলমের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি:-  কলকলিয়া ইউনিয়নের ভিবিন্ন ওয়ার্ডে আসন্ন জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ তালহা আলম এর মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৫ই ফেব্রুয়ারী) কলকলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কালিটেকি রুপক বৈদ‌্যের বাড়ীত আসন্ন উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে গণ সংযোগ ও উঠান বৈঠক অনুষ্টিত হয়।

এর পরে ৮নং ওয়ার্ডের সুনুয়াখাই গ্রামের জনাব আব্দুল মালিকের বাড়ীতে বিশিষ্ট মুরুব্বি জনাব আব্দুল খালিকের সভাপতিত্বে উঠান বৈঠক অনুষ্টিত হয়।

এদিকে রাত ৮টার দিকে ৭নং ওয়ার্ডের যোগলনগর গ্রামের সালিশি ব‌্যাক্তিত্ব মর্তুজা মিয়ার বাড়ীতে উঠান বৈঠক অনুষ্টিত হয়।

উঠান বৈঠকে বক্তব‌্য রাখেন, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার জনাব খুরশেদ আলম, কলকলিয়া ইয়নিয়ন ৮নং হাজি আব্দুর রশিদ, ওয়ার্ডের আওয়ামীলীগ নেতা আব্দুল মালেক, শ্রিধরপাশা বাজার ব‌্যাবসায়ী সমিতির সদস‌্য আক্তার হোসেন, মোঃ শমছুল হক, কলকলিয়া বাজারের বিশিষ্ট ব‌্যাবসায়ী রনজিত দাস, রূপক বৈদ‌্য প্রমুখ।

কালিটেকি গ্রামে গণসংযোগ কালে সৈয়দ তালহা আলম হিন্দু সম্প্রদায়ের মন্দির নির্মানের জন‌্য নগদ অর্থ দান করেন ও সুনুয়াখাই গ্রামের মসজিদ সংলগ্ন মক্তবের জায়গা ভরাদের জন‌্য ২০হাজার টাকা অনুদান দেন। যোগলনগর মসজিদ ও মন্দিরের জন‌্য আর্থিক সহায়তা প্রদান করেন।

সৈয়দ তালহা আলম বলেন, আমি মানুষের জন‌্য বিদেশ ছেড়ে দেশে আসছি আমি আপনাদের সেবক হিসাবে কাজ করতে চাই যদি আপনারা সুযোগ দেন তাহলে আমি উপজেলার উন্নয়নে সতেষ্ট থাকব। আমাকে আপনাদের পাশে সবসময় পাবেন।

উঠান বৈঠকে অন‌্যান‌্যদের মধ‌্যে উপস্থিত ছিলেন, রফিকুল ইসলাম, আব্দুস সালাম, জনাব, তুতা মিয়া, আরশ আলী, রফিক আলি, জিলু মিয়া, নাসিম আহমদ, জায়েদ হোসেন, ইসলাম উদ্দিন, বীরেন্দ্র বৈদ‌্য, আবু বৈদ‌্য, অবিনাশ বৈদ‌্য, বানুলাল সরকার, দ্বীনেশ বৈদ‌্য, ক্রীতেশ বৈদ‌্য, প্রেমানন্দ নাথ, রাধা কান্ত বৈদ‌্য, বিনয় বৈদ‌্য, বিজয় বৈদ‌্য, ফ্ররেশ বৈদ‌্য, সুমন বৈদ‌্য প্রমূখ।

     More News Of This Category

ফেসবুকে আমরা

 

 

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৪:৪২
  • দুপুর ১১:৪৯
  • বিকাল ৩:৫৯
  • সন্ধ্যা ৫:৪১
  • রাত ৬:৫৪
  • ভোর ৫:৫৩