বিশেষ প্রতিনিধি:- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরিক্ষায় উত্তীর্ণ হয়েছে দৃষ্টিহীন চয়ন তালুকদার।
আজ রোববার প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনায় দেখা গেছে চয়ন তালুকদার ৩.৯২ পেয়ে উত্তীর্ণ হয় ।
চয়ন তালুকদারের পরিবার সূত্রে জানাযায়, জন্মথেকেই দৃষ্টি প্রতিবন্ধী হলেও চয়ন পড়াশোনার বিষয়ে মনোযোগী ছিল। ছোট বোন বৃষ্টি তালুকদারের কাছ থেকে পড়া শুনে শুনে মুখস্থ করে সে। মুখস্থ পড়া দিয়েই শ্রুতি লেখকের মাধ্যমে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয় সফলতার সাথে।
চয়নের বাবা কৃষক নিতাই তালুকদার বলেন, অভাবের সংসার কষ্ট করে সংসার চালিয়ে যাচ্ছি। ছেলে মেয়ে দুইজনই এইচএসসি পাশ করায় খুশি। কিন্তু আগামীতে কীভাবে আর পড়াব ভেবে পাচ্ছি না।
চয়ন তালুকদার বলেন অনার্স পড়তে চাই।
জগন্নাথপুর উপজেলায় অনার্স পড়ার সুযোগ না থাকায় খুব দুশ্চিন্তায় আছি। আর্থিক অভাব অনটনের সংসারে শহরে থেকে অনার্স পড়া ভাবতে পারছি না।
জগন্নাথপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলাম বলেন, চয়ন তালুকদারের পড়ালেখার আগ্রহ দেখে আমার তাকে শ্রুতি লেখকের ব্যবস্থা করে দেই। সে পাশ করায় খুব ভালো লাগছে আমাদের।
More News Of This Category