হুমায়ূন কবীর ফরীদি, সিনিয়র নিজস্ব প্রতিবেদক:- জগন্নাথপুর – তেলিকোনা সড়কে দ্রতগামী সিএনজি চাপায় তাখমিনা(১১) নামক এক শিশু মেয়ে গুরুতর আহত হয়েছে।
ঘটনার বিবরণে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাধীন বালিকান্দী গ্রাম নিবাসী মোঃ বজুল মিয়ার শিশু কন্যা মোছাঃ তাখমিনা বেগম(১১) আজ ৬ ই ফেব্রুয়ারী রোজ রবিবার দুপুর প্রায় ১২ ঘটিকার সময় নিজ বাড়ী থেকে বের হয়ে বাড়ীর পার্শ্ববর্তী জগন্নাথপুর – তেলিকোনা ( চন্ডিঢহর) সড়ক এর পাকা রাস্তার পাশে পৌঁছা মাত্র তেলিকোনা এলাকা থেকে ছুটে আাসা দ্রতগামী নাম্বার প্লেইট বিহীন সিনএনজি গাড়ীর ধাক্কায় তাখমিনা রাস্তার উপর ছিটকে পড়ে। এতে তার বাম হাত ভেঙে যাওয়ার পাশা-পাশি মূখ ও নাক সহ শরীরের বিভিন্ন অংশে আঘাত প্রাপ্ত হয়ে গুরুতর হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
এবিষয়ে আহত তাখমিনার বাবা বজুল মিয়া সহ একাধিক সচেতন ব্যক্তি বললন, অদক্ষ চালকদের কারনে হরহামেশা এই সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা প্রায় সময়ই ঘটছে। এক প্রশ্নের জবাবে তারা আরো বলেন, সড়ক দুর্ঘটনা রোধে গাড়ীর ফিটনেস, নাম্বার প্লেইট ও চালকদের লাইসেন্স সম্পর্কে সংশ্লিষ্ট বিভাগে কর্তব্যরত কর্মকর্তা বৃন্দ নজর দেওয়ার জন্য জোরনদাবী জানাচ্ছি।
More News Of This Category