নিজস্ব প্রতিবেদক:- জগন্নাথপুরের কলকলিয়ায় স্বরস্বতী পূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন আসন্ন জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ তালহা আলম।
শনিবার (৫ই ফেব্রুয়ারী) কলকলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কালিটেকি গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী বাবু মেঘলাল বৈদ্য এর বাড়ীতে স্বরস্বতী পুজা উপলক্ষে আয়োজিত পুজামন্ডপ পরিদর্শন করেন। পরে কালিটেকি ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা রসরাজ বৈদ্য এর বাড়ীতে স্বরস্বতী পুজা উপলক্ষে আয়োজিত পুজামন্ডপ পরিদর্শন করেন এবং শুভেচ্ছা বিনিময় করে তাদের খোজ খবর নেন। এবং আসন্ন উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে গণ সংযোগ ও উঠান বৈঠক অনুষ্টিত হয়।
উঠান বৈঠকে বক্তব্য রাখেন, আটপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক শিক্ষানুরাগী জনাব মেঘলাল বৈদ্য, বীর মুক্তিযোদ্ধা রসরাজ বৈদ্য, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার জনাব খুরশেদ আলম, কলকলিয়া ইয়নিয়ন ৮নং ওয়ার্ডের আওয়ামীলীগ নেতা আব্দুল মালেক, মোঃ শমছুল হক, দ্বীপক বৈদ্য, রূপক বৈদ্য প্রমুখ।
পরিদর্শন ও উঠান বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বীরেন্দ্র বৈদ্য, আবু বৈদ্য, অবিনাশ বৈদ্য, বানুলাল সরকার, দ্বীনেশ বৈদ্য, ক্রীতেশ বৈদ্য, প্রেমানন্দ নাথ, রাধা কান্ত বৈদ্য, বিনয় বৈদ্য, বিজয় বৈদ্য, ফ্ররেশ বৈদ্য, রফিকুল ইসলাম, সুমন বৈদ্য প্রমূখ।
More News Of This Category