দৃক নিউজ২৪, ঢাকা:- রাজধানী ভাটারার নতুন বাজার নুরেরচালা এলাকায় মো. সেজান (২১) নামের এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই তরুণ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে দাবি করেছেন নিহতের বান্ধবী মৌ ইসলাম ও তার মা নুরুন্নাহার। তবে নিহতের বাবা সাইফুল আলমের অভিযোগ- তার ছেলেকে হত্যা করা হয়েছে।
নিহতের বান্ধবী মৌ ইসলাম ও তার মা নুরুন্নাহার জানান, নুরেরচালা এলাকায় তাদের বাসা (৫৩/৩)। বিকেলের দিকে তারা দেখতে পান, ড্রয়িংরুমের সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছেন সেজান। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তারা আরও জানান, পারিবারিক বিষয় নিয়ে বাবা-মায়ের সঙ্গে কথা কাটাকাটির জেরে তিনি (সেজান) আত্মহত্যা করেছেন বলে আমাদের ধারণা। এর বেশি কিছু আর বলতে পারবেন না বলে জানান তারা।
নিহতের বাবা সাইফুল আলম অভিযোগ করে বলেন, এক সপ্তাহ আগে আমার ছেলে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। গতকাল সে তার বান্ধবীর বাসায় যায়। তারা আমার ছেলেকে হত্যা করেছে।
তিনি জানান, তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানায়। সেজান ভাটারার কালাচাঁদপুর এলাকায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
More News Of This Category