,
শিরোনাম
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ কোটা আন্দোলনকে সমর্তন জানিয়ে জগন্নাথপুরে দুই ছাত্রলীগ নেতার পদত্যাগ জগন্নাথপুরে এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমির প্রতিষ্ঠাতাকে সংবর্ধনা প্রদান মাও: এমদাদুর রহমান (রহ:) মেমোরিয়াল ট্রাস্ট এর উদ্যোগে জননেতা আশরাফুল ইসলামের অর্থায়নে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দরিদ্র হতদরিদ্র দুই শতাধীক পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রেড ব্লাড সিলেট এর  শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ নিউইয়রকে ইউএস বাংলা অনলাইন প্রেস ক্লাবের অভিষেক সম্পন্ন : সভাপতি মাহফুজ আদনান, সাধারন সম্পাদক আবু সাদেক রনি ‘রেড ব্লাড সিলেট’র উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত জগন্নাথপুর উপজেলায় রেল সংযোগ প্রসঙ্গে জগন্নাথপুরের কলকলিয়ায় ইংলিশ মিডিয়াম স্কুল এ সাদেক ইন্টারন্যশনাল একাডেমির বই উৎসব জগন্নাথপুরে ইংলিশ মিডিয়াম স্কুল এ সাদেক ইন্টারন্যশনাল একাডেমির শুভ উদ্বোধন

একটি আলোকিত সমাজ ও ডিজিটাল মডেল ইউনিয়ন গড়তে চাই : হাফেজ মঈন উদ্দীন আরিফ

কে.এম. সুহেল আহমদ:- আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে হবিগঞ্জের বাহুবল উপজেলার ২নং পুটিজুরী ইউনিয়ন পরিষদকে একটি মডেল ইউনিয়ন গড়ার লক্ষ্যে কাজ করছেন চেয়ারম্যান পদে হাফেজ মঈন উদ্দীন আরিফ। তাঁর দেয়া এক বার্তায় তিনি এ কথা জানান।

তিনি সর্বজন শ্রদ্দেয় শায়খুল হাদীস আল্লামা নেজাম উদ্দী রাঃ এর সুযোগ্য সন্তান হাফেজ মঈন উদ্দীন আরিফ, বিশিষ্ট সমাজ সেবক,আরিফ ষ্টোরের সত্ত্বদধিকারী,পুটিজুরী মানব কল্যাণ সামাজিক সংগঠনের সভাপতি,বিশিষ্ট দানবীর, শিক্ষানুরাগী,উদীয়মান তরুন ও বাংলাদেশ খেলাফত মজলিস বাহুবল থানা শাখার অর্থ সম্পাদক।

এলাকাবাসি মারফত জানা যায়, হাফেজ মঈন উদ্দীন আরিফ অত্র এলাকার একজন আদর্শবান, পরিশ্রমী, ত্যাগী ও উদার মানসিকতার ব্যক্তি। জনগনের ভোটে তিনি নির্বাচিত হলে সকলের পাশে থাকবেন এবং তার ইউনিয়নকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলবেন এমন স্বপ্ন নিয়ে কাজ করছেন। এবং এলাকার রাস্তা, ব্রিজ, কালভার্ট, শিক্ষা, খেলাধুলা, কর্মসংস্থান বৃদ্ধি ও মাদক মুক্ত সমাজ গড়ে তুলবেন।
সমাজ সেবক ও গরীব দুঃখী মানুষের বন্ধু হাফেজ মঈন উদ্দীন আরিফকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চশমা প্রতীকে তাদের মূল্যবান ভোট দিয়ে চেয়ারম্যান হিসাবে দেখতে চায় এলাকার সর্বস্তরের জনগন।

হাফেজ মঈন উদ্দীন আরিফ আকুল আবেদন করে বলেন, যদি ইউনিয়নবাসী আমাকে তাদের রায় প্রদানে জয়জুক্ত করে তবে এই ইউনিয়ন বাসীর জন্য , আমার প্রথম কাজ হবে মাদক ও জুয়া, বাল্যবিবাহ মুক্ত করা, স্থানীয়দের অধিকার আদায় করা।

আমি নির্বাচিত হলে ইউনিয়নের অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করবো। তাই সকলের সহযোগিতা ভালোবাসা দোয়া ও সমর্থন প্রয়োজন।
তবেই তো আলোকিত সমাজ ও একটি ডিজিটাল মডেল ইউনিয়ন গড়া সম্ভব।

     More News Of This Category

ফেসবুকে আমরা

 

 

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৪:০০
  • দুপুর ১২:০৮
  • বিকাল ৪:৪৩
  • সন্ধ্যা ৬:৫১
  • রাত ৮:১৪
  • ভোর ৫:২২