নিজস্ব প্রতিবেদক:- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের সদস্য নলুয়া নোওয়াগাঁও গ্রামের বাসিন্দা রনধীর দাস নান্টুর ওপর ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা নলুয়া নোওয়াগাঁও গ্রামের মাঠে আজ বুধবার (২৬ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত হয়। বীরমুক্তিযোদ্ধা নির্মল কান্তি দাশ এর সভাপতিত্বে এতে বক্তব্য দেন বীরমুক্তিযোদ্ধা রনজিত দাশ, বীরমুক্তিযোদ্ধা নরেন্দ্র কুমার দাশ, বীরমুক্তিযোদ্ধা কবিন্দ্র দাস,মুরব্বি গৌরাঙ্গ দাশ, ভূরাখালি গ্রামের আব্দুল মনির,মাজহারুল হক,সাহাদাত মিয়া, হরিনাকান্দি গ্রামের জিতুনুর মিয়া,রাশিদ উল্যাহ প্রমুখইউনিয়ন পরিষদের সদস্য রনধীর দাশ বলেন, নলুয়ার হাওরের চাষাবাদ অব্যাহত রাখতে প্রয়োজনে আমরা একটি বেড়িবাঁধ নির্মাণ করেছিলাম। এতে জলমহাল ইজারাদাররা ক্ষুব্ধ হয়ে আমিসহ১০ কৃষকের ওপর মিথ্যা মামলা দায়ের করে। আদালত থেকে জামিনে মুক্ত আছি। গতকাল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন।
উল্লেখ্য গত ১১ জানুয়ারি মৎস্যজীবি মানিক লাল বিশ্বাস বাদী হয়ে গত ২৮ ডিসেম্বর হামহামিয়া জলমহালে অনাধিকার প্রবেশ করে ছাপড়া ঘর আগুনে পুড়িয়া মাছ চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগে ইউনিয়ন পরিষদের সদস্য রনধীর দাশ সহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।