সিনিয়র নিজস্ব প্রতিবেদক:- জগন্নাথপুর এর পল্লীতে ক্রিকেট খেলার মাঠ তৈরীতে ব্যাস্ত ক্রিকেট প্রেমী কিশোরগণ। তাদের একটিই কথা, খেলার মাঠ নেই তাতে কি? আমরা সবাই ক্রিকেট প্রেমী।
“মাদক মুক্ত সমাজ গড়ি, আমরা সবাই ক্রিকেট প্রেমী ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বালিকান্দী গ্রাম নিবাসী মোঃ রায়হান আলম রকির নেতৃত্বে একঝাঁক কিশোর প্রেমীর সমন্বয়ে গড়ে ওঠা ” বেঙ্গল টাইগার্স ক্রিকেট ক্লাব বালিকান্দী ” ক্রিকেট ক্লাব এর সদস্যরা দীর্ঘদিন ধরে স্কুল শিক্ষার পাশা-পাশি ক্রিকেট খেলার আয়োজন করা সহ বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত খেলায় অংশ গ্রহণ করে আসছে। যদিও বালিকান্দী গ্রামে নির্ধারিত খেলার মাঠ নেই। তবোও ওরা থেমে নেই। ছোট্ট পরিশেষে স্কুল আঙ্গিনায় বিশেষ করে অগ্রহায়ণ মাসে ধান কাটা শেষে আমন ক্ষেতে কিছু দিন হলেও খেলা-দোলা করার পাশা-পাশি ব্যাপক আকারে প্রতিযোগিতার আয়োজন করে আসছে।
এরই ধারাবাহিকতায় আগামী ২৬ শে জানুয়ারী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে ” বেঙ্গল টাইগার্স ক্রিকেট ক্লাব বালিকান্দী “। এই খেলাকে মনোমুগ্ধকর করার লক্ষে চলমান মাঘ মাসের হাড়কাঁপানো শৈত প্রবাহকে উপেক্ষা করে কুয়াশাছন্ন আজ ২২ শে জানুয়ারী সকালে এই ক্লাব এর সদস্য ফারদিন ইসলাম শুভ, সাঈদুল হক, তওহীদ ইসলাম, জিহাদ আহমদ নাবিল, জুবায়ের হোসেন, ইউসুফ, হামজা, হবিব,শায়েখ, মার্জান, সারজন ও তামজিদ সহ ক্লাব সংশ্লিষ্টরা মাঠ তৈরী করতে দেখা গেছে। এসময় একান্ত আলাপকালে সংশ্লিষ্টরা বলেন, আমাদের কোনো মাঠ না থাকায় অগ্রহায়ণ মাসে ধান কাটা শেষ হয়েছে তাই আমন জমিতে খেলার জন্য মাঠ তৈরী করছি।
এবিষয়ে বেঙ্গল টাইগার্স ক্রিকেট ক্লাব বালিকান্দী এর অধিনায়ক রায়হান আলম রকি বলেন, শিক্ষার অবিচ্ছেদ্য অংশ খেলা-দোলা। খেলা-দোলা করলে শারীরিক ব্যায়াম হওয়ার সাথে সাথে মনমেজাজ পুরপুরে থাকে এমনকি জীবন বিধ্বংসী মনোভাব থেকে বিরত থাকার অবলম্বন। কিন্তু আমাদের কোনো মাঠ নেই। অতিকষ্টে খেলা-দোলা করতে হচ্ছে। আমাদের জন্য এমনকি আগামী প্রজন্মের জন্য একটি মাঠ অতীব জরুরী। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগের সুদৃষ্টি কামনা করছি।
জামাল/এস/এস
More News Of This Category