নিজস্ব প্রতিবেদক:- জগন্নাথপুরে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ -২০২১ ও বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
৮ ই জানুয়ারী রোজ শনিবার সকালে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম এর সভাপতিত্বে “স্মার্ট ফোনের আসক্তি, পড়াশোনার ক্ষতি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ -২০২২ বিজ্ঞান মেলা, জাতীয় বিজ্ঞান প্রযুক্তি জাদুঘর এর তত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এর পৃষ্ঠপোষকতায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ -২০২২ বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে গঠনমূলক বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মোখলেছুর রহমান, জগন্নাথপুর প্রেসক্লাব এর সভাপতি বাবু শংকর রায়, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার অরুপ কুমার রায় ও উপজেলা সহকারী প্রোগ্রামার আশীষ চক্রবর্তী প্রমূখ।
উপজেলা প্রাঙ্গনে উপজেলা পরিষদ এর আয়োজনে বিজ্ঞান মেলায় উপজেলার মাধ্যমিক স্কুল -কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে ১৩টি স্টল বসেছে।
More News Of This Category