,
শিরোনাম
হযরত মাওলানা মরহুম এমদাদুর রহমান (রঃ) এর ঈসালে সাওয়াব উপলক্ষে মীলাদ ও দোআ মাহফিল এবং অসহায় গরীবদের মাঝে কাপড়  বিতরণ ইসলামিক ফাউন্ডেশন এর ২০২৩ শিক্ষা বর্ষের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মধ‌্যে পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনকে কেন্দ্র করে জগন্নাথপুরে মামলা দায়ের বাতিল হতে পারে ১৫ আগস্টের সরকারি ছুটি ইন্টারনেট শাটডাউন: তদন্তে বেরিয়ে এলো যাদের নাম শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন ড. ইউনূস আমার মায়ের পদত্যাগের বিষয়ে দেয়া বিবৃতি পুরোপুরি মিথ্যা: জয় চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলসহ উপদেষ্টা পরিষদের ৮ সিদ্ধান্ত প্রথম দিনেই তিন সিদ্ধান্ত নিলেন আসিফ মাহমুদ

নেটওয়ার্ক ভোগান্তি নিরসনে ” স্বাধীন ওয়াই-ফাই ” কলকলিয়া ইউনিয়নে

সিনিয়র নিজস্ব প্রতিবেদক:- মোবাইলফোন এর ইন্টারনেট নেটওয়ার্ক ভোগান্তি নিরসন এর লক্ষে কলকলিয়া ইউনিয়নে ” স্বাধীন ওয়াই-ফাই ” নেটওয়ার্ক চালু হচ্ছে। এতে দ্রুত সময়ে কম খরচে আনলিমিট মাসিক নেটওয়ার্ক সেবা পাওয়া যাবে।

বেশ কিছু দিন ধরে গ্রামীণফোনের ইন্টারনেট নেটওয়ার্ক এর দুর্বলতার কারণে এমনকি অধিক দামে নির্ধারিত মেয়াদে এমবি ক্রয় করেও সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নবাসী ভোগান্তিতে রয়েছেন। গ্রামীণফোনের ইন্টারনেট সেবার মান ধীরগতির হওয়ায় অত্রাঞ্চল এর দেশ-বিদেশ অবস্থানরত আত্বীয় -স্বজন এর সাথে নিয়মিত যোগাযোগ করার পাশাপাশি অফিসিয়াল কার্যক্রম সম্পন্ন করতে হিমশিম খাচ্ছেন জনসাধারণ। এই সমস্যা নিরসনের লক্ষে দ্রুত সময়ে কম খরচে আনলিমিট মাসিক নেটওয়ার্ক সেবা দিতে ” স্বাধীন ওয়াই-ফাই ” নেটওয়ার্ক এখন কলকলিয়া ইউনিয়নে। “স্বাধীন ওয়াই-ফাই” নেটওয়ার্ক সেবা পেতে বিস্তারিত জানতে যোগাযোগ করুন কলকলিয়া বাজারস্থ শাওন ট্রেডার্স অথবা কলকলিয়া ইউনিয়ন ডিজিটাল সেন্টারে।

এ ব্যাপারে কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুল হাসিম বলেন , এখন ইন্টারনেট এর যোগ। লেখা-পড়া ও অফিসিয়াল কার্যক্রম সম্পন্ন করা সহ দেশ বিদেশে অবস্থানর আত্বীয়-স্বজনর সাথে যোগাযোগ করার পাশাপাশি বিশ্ব সম্পর্কে জানতে ইন্টারনেট এর বিকল্প নেই। বিদায় দ্রুততার সহিত প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে “স্বাধীন ওয়াই-ফাই” নেটওয়ার্ক একান্ত প্রয়োজন। কেননা গ্রামীণফোনের ইন্টারনেট নেটওয়ার্ক একতো দুর্বল ধীরগতির, অধিকতর মূল্যেে লিমিট প্যাকেজে এমবি ক্রয় করতে হয়। যা মেয়াদ পুরালেই অটো এমবি চলে যায়। এতে মাসিক প্রায় ৫০০/৭০০ শত টাকা ব্যয় হয়। আর ” স্বাধীন ওয়াই-ফাই” নেটওয়ার্ক মাত্র এক শত টাকায় এক মাস নেট দুনিয়ায় বিচরণ করা যায়। আসুন অর্থ বাচাই, স্বাধীন ওয়াই-ফাই নেটওয়ার্ক সেবা কাজে লাগাই।

জামাল/এস/এস

     More News Of This Category

ফেসবুকে আমরা

 

 

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৪:৪৬
  • দুপুর ১১:৪৭
  • বিকাল ৩:৫১
  • সন্ধ্যা ৫:৩২
  • রাত ৬:৪৬
  • ভোর ৫:৫৮