নিজস্ব প্রতিবেদক:- জগন্নাথপুর এর ৭ টি ইউপি নির্বাচনে ৩৬ জন চেয়ারম্যান প্রার্থী সহ ৩৫৯ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক পেয়েই মাঠে নামছেন প্রার্থীরা।
আর মাত্র কয়েক দিন বাকী বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসীল অনুযায়ী সারা দেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে চলতি ডিসেম্বর মাসের ২৬ তারিখ। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে আজ ৭ ই ডিসেম্বর প্রার্থীদের মধ্যে উত্তেজনা রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
চেয়ারম্যান প্রার্থী যারা প্রতীক পেয়েছেন তাঁরা হলেন কলকলিয়া ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ আলাল হোসেন রানা ( নৌকা), স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্যপ্রবাসী আলহাজ্ব মোঃ রফিক আহমদ ( আনারস) ও স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুস সোবহান (চশমা)। পাটলী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সিরাজুল হক ( আনারস), আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক চেয়ারম্যান আঙ্গুর মিয়া (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যুক্তরাজ্যপ্রবাসী আব্দুল হাই আজাদ ( চশমা ), স্বতন্ত্র প্রার্থী এনামুল ইসলাম ( মোটরসাইকেল ) ও যুক্তরাজ্যপ্রবাসী আতিকুর রহমান আতিক (ঘোড়া )। চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আরশ মিয়া ( চশমা), আওয়ামী লীগের দলীয় মনোনীত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর ( নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শহিদুল ইসলাম বকুল (আনারস ), আব্দুল মোমিন (মোটরসাইকেল ), স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস মিয়া (টেলিফোন), স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান ( ঘোড়া )। রানীগঞ্জ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শহিদুল ইসলাম রানা ( আনারস), আওয়ামী লীগের দলীয় প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছদরুল ইসলাম (নৌকা ), স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা আমান উল্লাহ লেছু (চশমা ), স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্যপ্রবাসী এম, সিরাজুল ইসলাম আশিক ( মোটরসাইকেল) ও স্বতন্ত্র প্রার্থী য়ুক্তরাজ্যপ্রবাসী ছালিক মিয়া ( ঘোড়া)।
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী সাবেক চেয়ারম্যান আবুল হাসান (নৌকা),
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যুক্তরাজ্যপ্রবাসী মকসুদ কোরেশী (মোটরসাইকেল), আজহার কামালী (ঘোড়া ), স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্যপ্রবাসী মুকিতুর রহমানী (চশমা),আসাদ হোসেন চৌধুরী (আনারস )।আশারকান্দি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস সত্তার ( নৌকা), স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান আইয়ুব খান ( মোটরসাইকেল), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সৈয়দ জমিরুল হক (আনাসর ), স্বতন্ত্র প্রার্থী আহমেদ হোসাইন ( ঘোড়া), স্বতন্ত্র প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী পারভেজ ( টেলিফোন), স্বতন্ত্র প্রার্থী লেবু মিয়া ( চশমা), শাহ তারেক রহমান ( লাঙ্গন), মোহাম্মদ আলী (টেবিল ফ্যান ),পাইলগাঁও ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী মুখলিছ মিয়া ( ঘোড়া), আওয়ামী লীগের দলীয় প্রার্থী সুন্দর উদ্দিন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্যপ্রবাসী ফারুক মিয়া (চশমা ), স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা দবিরুল ইসলাম (আনাসর )।
এছাড়াও এই ৭টি ইউনিয়নে সংরক্ষিত নারী প্রার্থী ৮৯ ও সাধারণ সদস্য পদে ২৩৪ জন প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ প্রদান করা হয়েছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মুজিবুর রহমান বলেন, প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে প্রার্থীরা এখন থেকে নির্বাচন আচরন বিধি মেনে প্রচারণা চালাতে পারবেন। তিনি আরো বলেন, দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত মাইকিং করে প্রচারণা চালানো যাবে। প্রার্থীরা নির্বাচন রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে নির্বাচনী কার্যালয় স্থাপন করতে পারবেন। সেখানে শুধু নির্বাচনি প্রচারণা চালাতে পারবেন। কোনও ধরনের মিছিল, শো-ডাউন, বড় ধরনের জনসভা ও তোরণ নির্মাণ করা যাবে না। তবে ঘরোয়া বৈঠকে প্রার্থীরা অংশ গ্রহণ করতে পারবেন।