নিজস্ব প্রতিবেদক:- ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আজ মঙ্গলবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা। একই সঙ্গে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারও শুরু হবে আজ থেকে।
উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ে উপজেলার ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে ৩৬ জন চেয়ারম্যান প্রার্থী সহ ৩৫৯ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এবং পাটলি ইউনিয়ন পরিষদ এর ৭নং ওয়ার্ডে খালিদ হাসান একক প্রার্থী হিসাবে সিলেকশনে জয়লাভ করেন।
প্রতীক বরাদ্ধের পরপরই কর্মী সমর্তকদের আনন্দ মিছিলে উপজেলা চত্বর কম্পিত হয়। প্রার্থীরা নিজের পছন্দের প্রতীক পেয়ে খুশি। এবং প্রচার প্রচারনায় ঝাপিয়ে পড়ার অভিব্যাক্তি প্রকাশ করেন।
More News Of This Category