নিজস্ব প্রতিবেদক #
হটাৎ বন্যায় হাওরের বোরো ফসল হানির পর সরকারী ভাবে সুনামগঞ্জ জেলার ১১০ টি ডিলার পয়েন্টে ৫ কেজি করে ২২ হাজার হত দরিদ্র কৃষক কুলের মাঝে ১৫ টাকা কেজি মূল্যে ওএমএস এর চাউল বিক্রি কার্যক্রম শুরু করা হত প্রতিদিন। কিন্তু বিগত ১ লা জুলাই থেকে এই কার্যক্রম বন্ধ হয়ে গেলেও শেষ পর্যন্ত পুনঃরায় চালু করার নির্দেশ দিয়েছে খাদ্য অধিদপ্তর । জানা যায়, আগামী ১৫ ই আগষ্ট পর্যন্ত ওএমএস কার্যক্রম চালু রাখার নির্দেশ দিয়েছন খাদ্য মন্ত্রনালয়ের সহকারী সচিব মোঃ নূরুল ইসলাম শেখ। গত৩০ শে জুলাই এ নির্দেশনা সুনামগঞ্জ জেলা নিয়ন্ত্রকের কার্যালয়ে পৌছেছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জাকারিয়া মোস্তফাবলেন, খাদ্য মন্ত্রনালয় ও খাদ্য নিয়ন্ত্রকের নির্দেশে সমগ্র দেশে ওএমএস এর চাউল বিক্রি কার্যক্রম বন্ধ ছিল। পূনঃরায় সুনামগঞ্জে এইকার্যক্রম চালু করার জন্য আমরাই চিঠি লিখেছিলাম আগামী ১৫ই আগষ্ট পর্যন্ত প্রতিদিন ১১০ টন চাউল বিক্রি করার নির্দেশনা এসেছে। ৩১ শে আগষ্ট পর্যন্তএই কার্যক্রম চালু রাখার জন্য অনুরোধ করা হয়েছে। দু একদিনের মধ্যে জেলার১১০ টি পয়েন্টে কার্যক্রম শুরু হবে। আশাবাদী ৩১ শে আগষ্ট পর্যন্ত এই কার্যক্রম বৃদ্বি পেতে পারে।
More News Of This Category