মোঃ হুমায়ুন কবীর ফরীদি, সিনিয়র নিজস্ব প্রতিবেদক:- গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেননাও দৌড় (নৌকা বাইচ) প্রতিযোগিতা ২০ শে আগষ্ট জগন্নাথপুরের আলাগদিতে অনুষ্ঠিত হবে।
সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়ন এর অন্তর্ভুক্ত আলাগদি গ্রামবাসীর উদ্যেগে আগামী ২০ শে আগস্ট রোজ মঙ্গলবার দুপুর ১২ ঘটিকার সময় আলাগদি গ্রামের উত্তরের হাওরে খেননাও দৌড় ( নৌকা বাইচ) প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এই খেননাও দৌড় (নৌকা বাইচ) প্রতিযোগিতা সফল করার লক্ষে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন, আব্দুল বাকি, ইসলাম উদ্দিন, আব্দুল শহিদ, আব্দুল বারিক, আব্দুল গণি, আব্দুল আহাদ, আলাউর রহমান আলা, তোতা মিয়া, আছকা মিয়া, ইয়াওর মিয়া, বাদশা মিয়া, ধন মিয়া, আনছার মিয়া, আলিম উদ্দিন, সাপই মিয়া, মুহিদ গণি, মস্তফা মিয়া, সুহেল আহমদ, মতিন মিয়া, জলিল মিয়া, ছানু মিয়া, সোয়া মিয়া, রুনু মিয়া, ফরুক আহমদ, রুবেল আহমদ, আল আমিন, চুনু মিয়া, জুয়েল আহমদ, কবির আহমদ, লায়েক আহমদ, হেলিম উদ্দিন, তানবির আহমদ, খোকন মিয়া, শামিম আহমদ, রুজেল আহমদ।
এই প্রতিযোগিতায় ১ম পুরষ্কার হিসাবে থাকিবে “সোনার নৌকা সোনার বৈঠা” দাতা: সুবেদুর রহমান মুন্না (সাতা)। ২য় পুরষ্কার থাকিবে “রুপার নৌকা রুপার বৈঠা” দাতা: আশরাফ হোসেন খোকন ( কাতার প্রবাসী)। তৃতীয় পুরষ্কার থাকিবে “১৪ ইঞ্চি রঙ্গিন টেলিভিশন ” দাতা: মো: মাছুম আহমদ ( আলাগদি)। আকর্ষনীয় পুরষ্কার থাকিবে নতুন মোবাইল সেট।
প্রয়োজনে মোবাইল নাম্বারঃ- ০১৭১৫১১৩৭৩০, ০১৭১২৮৮৬৪২২, ০১৭১৬৬৭৫৮৮২, ০১৭১২৩৮৯২২১, ০১৭২৫৩৯৫৩১৯.
জামাল/এস/এস
More News Of This Category