দৃক নিউজ২৪ ডেস্ক:- শুক্রবার দুপুরে বাংলাদেশের টিম ম্যানেজার হয়ে দক্ষিণ আফ্রিকা যাওয়া প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, আজ তামিমের স্ক্যান করানো হবে। এরপরই মূলত জানা যাবে তার ইনজুরি কতোটা গুরুতর।
গতকালই তিনি জানিয়েছিলেন যে, তামিমের ইনজুরিটা তেমন ভয়ের নয়। তারপরও সাবধানতা হিসেবে ৪৮ ঘণ্টার জন্য তাকে রাখা হয়েছে পর্যবেক্ষণে। অর্থাৎ প্রস্তুতি ম্যাচটিতে তার আর খেলা হচ্ছে না— এটা নিশ্চিত।
প্রথম ম্যাচের প্রথম ইনিংসে ব্যাটিং করেছে বাংলাদেশ। মুমিনুল হক, মুশফিকুর রহিম ও সাব্বির রহমানের হাফ সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বাংলাদেশ সাত উইকেটে ৩০৬ রান করে ডিক্লেয়ার করে। জবাব দিতে নেমে পাঁচ ওভার তিন বলে কোনো উইকেট না হারিয়ে ২১ রানে প্রথম দিন শেষ করে দক্ষিণ আফ্রিকা বোর্ড একাদশ।
এবারের দক্ষিণ আফ্রিকা সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানড এএবং দুটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের তিনটি ওয়ানডে জয় থাকলেও টেস্ট ও টি-টোয়েন্টিতে প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদশের এখনো কোন জয় নেই।
More News Of This Category