দৃক নিউজ২৪, ডেস্ক:- গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে রাজধানীসহ সারাদেশে মারা গেছেন ৪০ জন। এদের মধ্যে পুরুষ ২৭ জন ও নারী ১৩ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল চার হাজার ৯৭৯ জনে।
দেশের আট বিভাগের মধ্যে গত ২৪ ঘণ্টায় সিলেট ও ময়মনসিংহ বিভাগে করোনা আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। অন্যান্য বিভাগের মধ্যে ঢাকায় ২৬ জন, চট্টগ্রামে নয়জন, রাজশাহীতে একজন, খুলনায় একজন, বরিশালে একজন এবং রংপুর বিভাগে দুইজন মারা গেছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯৪টি পরীক্ষাগারে ১২ হাজার ৯৬৭টি নমুনা সংগ্রহ হয়। পরীক্ষা করা হয় ১৩ হাজার ৫৩টি। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৭০৫ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৫০ হাজার ৬২১ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৩৪ হাজার ৩২৩টি।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। এ পর্যন্ত মোট মারা যাওয়া চার হাজার ৯৭৯ জনের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ দুই হাজার ৪৪৯ জন (৪৯ দশমিক ১৯ শতাংশ), চট্টগ্রামে এক হাজার ৩৫ জন (২০ দশমিক ৭৯ শতাংশ), রাজশাহীতে ৩৩১ জন (৬ দশমিক ৬৫ শতাংশ), খুলনায় ৪১৭ জন (৮ দশমিক ৩৮ শতাংশ), বরিশালে ১৮৫ জন (৩ দশমিক ৭২ শতাংশ), সিলেটে ২২১ জন (৪ দশমিক ৪৪ শতাংশ), রংপুরে ২৩৪ জন (৪ দশমিক ৭০ শতাংশ) এবং ময়মনসিংহ বিভাগে ১০৭ জন (২ দশমিক ১৫ শতাংশ) রয়েছেন।
More News Of This Category