নিজস্ব প্রতিবেদক:- বন্যায় ক্ষতিগ্রস্থ জগন্নাথপুরে পানি বন্দী ৬০ টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার সামগ্রী বিতরণ করেছেন জগন্নাথপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াসির আরাফাত ।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় হতে প্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান মহোদয়ের দিক নির্দেশনায় চলতি বন্যায় পানি বন্দী সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার মইয়ার হাওরপাড়ের হবিব নগর ডরেরপাড় এলাকার ৬০ টি পরিবারের বন্যার্তদের মধ্যে ২২ শে জুলাই রোজ বুধবার দুপুরে চাল,ডাল, শুকনো খাবার, পানি বিশুদ্ধ করন টেবলেট সামগ্রী বিতরণ করেছেন জগন্নাথপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াসির আরাফাত ।
এসময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ রেজাউল করিম রিজু মিয়া, উপজেলা ত্রাণ ও দুর্যোগ অফিসের সহকারী প্রকৌশলী সাইফুদ্দিন, সাংবাদিক আলী আহমদ ও গোবিন্দ দেব প্রমূখ।
উপহার সামগ্রী বিতরণকালে মোঃ ইয়াসির আরাফাত বলেন, আবারও অতি পাহাড়ি ঢল আর অতি বৃষ্টির কারণে সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চল তলিয়ে গিয়েছে। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান মহোদয়ের দিক নির্দেশনায় জেলার বন্যা কবলিত এলাকার পানি বন্দী অসহায ও কর্মহীন মানুষদের বাসাবাড়িতে গিয়ে শুকনো খাবার প্রতিনিয়ত বিতরণ করা শুরু হয়েছে এবং বন্যার উন্নতি না হওয়া পর্যন্ত সরকারি খাদ্য সহায়তা অব্যাহত থাকবে।
জামাল/এস/এস
More News Of This Category