নিজস্ব প্রতিবেদক # সুনামগঞ্জের ছাতকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহতের খবর পাওয়া গেছে। উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ কলিম উদ্দিন আহমদ মিলনের অনুসারী ছাত্রদল ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজানের অনুসারীদের মধ্যে বিগত শনিবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। বিস্বস্ত সুত্রে জানা যায় ‚ দীর্ঘদিন ধরে ছাতকের বিএনপির বিবদমান দু’ গ্রুপের মতো বিভক্তি রয়েছে অঙ্গ সংগঠনগুলোতেও। এর ধারাবাহিকতায় মিজান চৌধুরী অনুসারী ছাত্রদল নেতা ফয়সাল আহমদ সুমন ও কলিম উদ্দিন আহমদ মিলনের অনুসারী ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলমের মধ্যে বাকবিতণ্ডার মাধ্যমে দু’ পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে মিলন সমর্থক তানভীর আহমদ‚ কয়েছ আহমদ ‚ শিমু ও আলামিন এবং মিজান গ্রুপের রাজন আহমদ ‚ রাজন আহমদ ‚ ইমাম উদ্দিন আহতের খবর পাওয়া গেছে।
এছাড়া সংঘর্ষ চলাকালে ছাত্রদলের দু’ গ্রুপকে ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া দিয়েছে বলে স্থানীয় সুত্রে জানা গেছে। এ ব্যাপারে মিজান চৌধুরী অনুসারী ছাত্রদল নেতা ফয়সল আহমদ সুমন জানান‚ ছাতকের জাতীয়তাবাদী রাজনীতির শান্ত পরিস্থিতিকে অশান্ত করার লক্ষ্যে এক পক্ষ ব্যর্থ চেষ্টা চালাচ্ছে। প্রকৃত জিয়ার সৈনিকরা জীবিত থাকতে তা কখনো হতে দেওয়া হবে না। কলিম উদ্দিন আহমদ মিলন গ্রুপের নেতা জাহাঙ্গীর আলমের মোবাইল ফোন বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নী। তবে ছাত্রলীগের ধাওয়ার ব্যাপারে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক ও ছাতক উপজেলা সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম জানান‚ দু’ পক্ষের সংঘর্ষে সিলেট সুনামগঞ্জ রোড ব্লক হয়ে চারদিকে আতঙ্কের সৃষ্টি হলে ছাত্রদলের উভয় গ্রুপকেই ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছে। ছাতক থানার এসআই শামীম আকঞ্জী ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন অফিসার ইনচার্জ আতিকুর রহমান।
More News Of This Category