মোঃ হুমায়ুন কবীর ফরীদি, সিনিয়র নিজস্ব প্রতিবেদক:- জগন্নাথপুরের কলকলিয়া ও পাড়ারগাঁও কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেছেন ডাঃ মধু সুধন ধর।
৭ ই সেপ্টেম্বর রোজ শনিবার ১১ ঘটিকার দিকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ডে অবস্থিত কলকলিয়া কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেছেন জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর। এ সময় ক্লিনিক ভবনে কলকলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুল হাসিম এর সভাপতিত্বে ও সিএইচসিপি প্রনব দেবনাথ এর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা রসরাজ বৈদ্য, মোঃ শুকুর আলী, স্বাস্থ্য সহকারী মোঃ আমীর হোসেন ও মোঃ এনামুল হক প্রমথ।
এসময় উপস্থিত ছিলেন, হাজী মোঃ গৌছ মিয়া,মোঃ খলিল মিয়া,মোঃ জহিরুল হক, নিবারন দাস, মোঃ হোসেন আলী ও মহেশ দাস সহ বিভিন্ন শ্রেণী পেশার নারী-পুরুষ।
এছাড়াও দুপুর দুই ঘটিকার দিকে কলকলিয়া ইউ/পি’র ৫নং ওয়ার্ডস্থ পাড়ারগাঁও কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেছেন জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর। এ-সময় উপস্থিত ছিলেন ,বীর মুক্তিযোদ্ধা রসরাজ বৈদ্য, কলকলিয়া ইউ/পি সচিব মোঃ শামছুল আলম ও ক্লিনিক এর সিএইচসিপি মোঃ আবু তাহের মোমেন সহ বিভিন্ন শ্রেণী পেশার নারী-পুরুষ।
জামাল/এস/এস
More News Of This Category