নিজস্ব প্রতিবেদক:-
জগন্নাথপুরে ১ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন।তিনি বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ডেঙ্গু মশার আক্রমণ মোকাবেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মশারী টানানো হয়েছে।
রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেলাল (১৮) নামক এক জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। তবে তিনি ঢাকা থেকে আক্রান্ত হয়ে নিজ গ্রাম হায়দরপুর এসেছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানাযায়, ৪ঠা আগষ্ট রোজ রবিবার সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের অন্তর্ভুক্ত হায়দরপুর গ্রাম নিবাসী মোঃ গোলাপ মিয়ার ছেলে মোঃ বেলাল মিয়া (১৮) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে এসেছিলেন। তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বে থাকা ডাঃ মির্জা মোহাম্মদ আলী খান রুবেল বলেন, ডেঙ্গু জরে আক্রান্ত একজন রোগী হাসপাতালে এসেছিলেন। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বিভিন্ন রোগে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের ডেঙ্গু মশার আক্রমণ থেকে রক্ষাকল্পে গত ৩রা জুন থেকে হাসপাতালে মশারী টানানো হয়েছে। সর্বক্ষেত্রে সচেতন রয়েছেন। তিনি আরো বলেন, ডেঙ্গু জ্বর চিহ্নিত করার যন্ত্রপাতি ও মেডিসিন আপাতত তাদের কাছে নেই।
এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর বলেন, এই পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজন রোগী চিকিৎসা সেবা নিতে হাসপাতালে এসেছিলেন । তিনি ঢাকা থেকে আক্রান্ত হয়ে এসেছেন। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আজ ৪ঠা আগষ্টের মধ্যই ডেঙ্গু জ্বর চিহ্নিতকরন যন্ত্রপাতি সহ এই রোগ নিরাময়ের মেডিসিন চলে আসবে। তিনি জগন্নাথপুরবাসীকে ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে বলেন, এই মুহূর্তে ডেঙ্গু জর যেহেতু রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে, কাজেই এ ব্যাপারে উপজেলার মানুষকে সতর্ক থাকতে হবে।
জামাল/এস/এস
More News Of This Category