,
শিরোনাম
মাও: এমদাদুর রহমান (রহ:) মেমোরিয়াল ট্রাস্ট এর উদ্যোগে জননেতা আশরাফুল ইসলামের অর্থায়নে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দরিদ্র হতদরিদ্র দুই শতাধীক পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রেড ব্লাড সিলেট এর  শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ নিউইয়রকে ইউএস বাংলা অনলাইন প্রেস ক্লাবের অভিষেক সম্পন্ন : সভাপতি মাহফুজ আদনান, সাধারন সম্পাদক আবু সাদেক রনি ‘রেড ব্লাড সিলেট’র উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত জগন্নাথপুর উপজেলায় রেল সংযোগ প্রসঙ্গে জগন্নাথপুরের কলকলিয়ায় ইংলিশ মিডিয়াম স্কুল এ সাদেক ইন্টারন্যশনাল একাডেমির বই উৎসব জগন্নাথপুরে ইংলিশ মিডিয়াম স্কুল এ সাদেক ইন্টারন্যশনাল একাডেমির শুভ উদ্বোধন সিলেটে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার লন্ডন-আমেরিকার মহব্বতের দরকার নেই : জগন্নাথপুরে পরিকল্পনামন্ত্রী পাগলা-জগন্নাথপুর সড়কে বাসের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষ : নিহত ১

ইলমে হাদিসের খিদমতে সৎপুর কামিল মাদ্রাসার রয়েছে যুগান্তকারী ইতিহাস ——-আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী

মোঃ কুতুব উদ্দিন:- সৎপুর দারুল হাদিস কামিল মাদ্রাসা দেশের অতি প্রাচীন এবং ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৪৮ সালে আল্লামা গোলাম হোসাইন সৎপুরী (রহ.) প্রতিষ্ঠিত হাদিসের এ মারকাজ ১৯৬৫ সাল থেকে সাধারণ শিক্ষার পাশাপাশি ইলমে হাদিসের বিশাল খিদমত আনজাম দিয়ে আসছে। হাদিসের খেদমতে এর রয়েছে অর্ধ শতাব্দির যুগান্তকারী ইতিহাস । যেখানে হাদিসের দরস দিয়েছেন হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.), শায়খুল হাদিস আল্লামা হবিবুর রহমান ছাহেব, আল্লামা হরমুজ উল্লাহ শায়দা, আল্লামা আব্দুল জব্বার গোটারগ্রামী, আল্লামা আব্দুল হাই ছাতকী, আল্লামা রইছ উদ্দিন হামযাপুরীসহ দেশের প্রখ্যাত হাদিস বিশারদগণ।

১৫ নভেম্বর, বুধবার, সিলেট জেলার বিশ্বনাথ উপজেলাধীন সৎপুর দারুল হাদিস কামিল মাদ্রাসায় আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিষয়ে অনার্স কোর্স চালু উপলক্ষে বিশেষ দুআ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী ।

দুআ মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র মুহতারাম সভাপতি হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। তিনি তার বক্তব্যে বলেন, সৎপুর মাদরাসা গোটা দেশর মধ্যে. বিশেষত: সিলেট বিভাগের একটি ঐতিহ্যবাহী দ্বীনী প্রতিষ্ঠান। এখান থেকে কেবল আলিম তৈরী হয় তা নয়, সুন্নীয়ত প্রতিষ্ঠায় সৈনিক তৈরীর এটি এক দুর্জয় দূর্গ। শিক্ষার্থীদের উদ্যেশ্যে তিনি বলেন, জ্ঞানার্জনের পাশাপাশি আপনারা বাতিলের মোকাবেলায় আহলে সুন্নাত ওয়াল জামাতের আপোসহীন সৈনিক হিসেবে নিজেকে গড়ে তুলুন।

মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান এর সভাপতিত্বে ও অধ্যক্ষ মাওলানা আবু জাফর মুহাম্মদ নুমান’র সঞ্চালনায় মাহফিলে  বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র মহাসচিব অধ্যক্ষ মাওলানা একেএম মনোওর আলী, অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহান, অধ্যক্ষ মাওলানা আবু তাহির মোঃ হুসাইন, অধ্যক্ষ মাওলানা মইনুল ইসলাম পারভেজ, অধ্যক্ষ মাওলানা আব্দুল আলিম, গভর্ণিং বডির সহ সভাপতি মাষ্টার রইছ উদ্দিন, অধ্যক্ষ মাওলানা আজিজ আহমদ, উপাধ্যক্ষ মাও. ছালিক আহমদ, অধ্যক্ষ মাও. হাবিবুর রহমান, অধ্যক্ষ মাওলানা নুমান আহমদ, অধ্যক্ষ মাওঃ আব্দুল লতিফ, অধ্যক্ষ মাওঃ আব্দুস সালাম আল মাদানী, ভুরকী মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ আব্দুল শহীদ, অধ্যক্ষ আলী নুর হোসেন, লামাকাজী ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, মুহাদ্দিস মাওঃ ছালেহ আহমদ ও সহকারি অধ্যাপক মাওলানা রশিদ আহমদ চৌধুরী ।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওঃ নজীর আহমদ হেলাল, সাংগঠনিক সম্পাদক আখতার হোসাইন জাহেদ, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ উসমান গণি, আনজুমানে আল ইসলাহ সিলেট জেলা শাখার সহ-প্রচার সম্পাদক বিশিষ্ট ছড়াকার মাওলানা মোহাম্মদ খছরুজ্জামান, বিশ্বনাথ আল ইসলাহ সভাপতি মাওঃ আখতার আলী, সিলেট লেখক ফোরাম সভাপতি নাজমুল ইসলাম মকবুল, জিবি সদস্য আজাদুর রহমান, মাদরাসার আরবি প্রভাষক মাওলানা মোঃ মুনির উদ্দিন, মাওলানা মুহাম্মদ আব্দুল বাছিত, মাওলানা আবুল খয়ের মোঃ নুমান,  সিনিয়র শিক্ষক মাওলানা ছাদিকুর রহমান, মাওলানা  আ.জ.ম ছয়ফুল আলম প্রমুখ । এদিকে দিনব্যাপী মাহফিলে সৎপুরে জনস্রোত ছিল চোখে পড়ার মত। সিলেট বিভাগের বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, মুহাদ্দিস, সুপার, প্রভাষক, নবীন প্রবীন আলিম-উলামা ও ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে সৎপুর এক বিশাল মিলন মেলায় পরিণত হয়।

     More News Of This Category

ফেসবুকে আমরা

 

 

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৪:২২
  • দুপুর ১২:০২
  • বিকাল ৪:৩০
  • সন্ধ্যা ৬:২৪
  • রাত ৭:৪০
  • ভোর ৫:৩৭