মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:- জগন্নাথপুর পৌর শহরের রাস্তার পাশে অপরিকল্পিত মাটি খোঁড়াখুঁড়ির কারনে চরম ভোগান্তির সম্মুখীন হয়ে পড়েছে জনসাধারণ।
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের রাস্তার পার্শ্ববর্তী ড্রেনের কাজ করতে গিয়ে গত কয়েক দিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ড্রেন নির্মাণের জন্য সড়কের পাশে এক্সেভেটর মেশিন দিয়ে খাদ তৈরী করছে। খাদের মাটি সহ আবর্জনা অন্যত্র না সরিয়ে স্তুপ করে সড়কে রাখা হচ্ছে। এতে সড়ক সরু হয়ে দীর্ঘ যাজটের সৃষ্টি হচ্ছে। ফলে প্রতিনিয়ত অবর্ণনীয় ভোগান্তির শিকার হচ্ছেন জনতা।যানবাহন চলাচলের ক্ষেত্রেও সৃষ্টি হচ্ছে নানা সমস্যা। এছাড়াও খাদের অপারে থাকা ব্যবসা প্রতিষ্ঠান গুলোতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির জন্য যাতায়াত করতে পারছেন না ক্রেতারা। যার ফলে ব্যবসা-বাণিজ্যে মন্দা ভাব দেখা দিয়েছে।
এ ব্যাপারে ভূক্তভোগী ব্যবসায়ী ও পথচারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়ে বলেন, জন ভোগান্তি লাঘবে সড়কে রাখা খাদের মাটি ও আবর্জনা দ্রুত অন্যত্র সরিয়ে নিতে হবে। তা না হলে দিন দিনে মানুষের ভোগান্তি আরো বাড়বে।
এ ব্যাপারে জানতে চাইলে সড়কে কাজ পাওয়া ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এমএম বিল্ডার্স লিমিটেড এর সাইট ম্যানেজার জামাল উদ্দিন বলেন, আমরা দ্রুত কাজ শেষ করতে চাই। যাতে মানুষের ভোগান্তি না হয়। তবে সড়কের পাশে থাকা অনেক দোকান মালিক জায়গা ছেড়ে দিতে চায় না। যে কারণে কাজে বিলম্ব হচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দোকান মালিকরা ড্রেনের জায়গা ছেড়ে দিলে আগামী ১৫ দিনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। ড্রেনের কাজ শেষ হয়ে গেলে মানুষের আর ভোগান্তি থাকবে না।