কালের ঢোল:- সারাদেশে মত সুনামগঞ্জের জগন্নাথপুরে সনাতন ধর্মাম্বলীদের দুর্গোৎসব প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হয়েছে। বিভিন্ন পূজামন্ডপে শারদীয় দুর্গোৎসব শুক্রবার প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসবে বিপুল ভক্ত সমাগম ও দর্শনার্থীদের উপস্হিতি ছিল লক্ষনীয়। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৩৩ পূজা মন্ডপে অনুষ্টিত হয় এবারের দুর্গোৎসব। সামনে জাতীয় নির্বাচনকে লক্ষরেখে রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। স্থানীয় সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান ছাড়াও পূজামন্ডপ পরিদর্শনে ছিলেন আওয়ামীলীগ নেতা আজিজুস সামাদ ডন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,সাবেক পৌর মেয়র আক্তার হোসেন, বর্তমান পৌর মেয়র আব্দুল মনাফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম, ওসি হারুন রশিদ চৌধুরীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক প্রনব বনিক জানান উপজেলার ৩৩টি পূজা মন্ডপে শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হয়েছে।
More News Of This Category