দৃক নিউজ২৪ ডেস্ক:- গত সপ্তাহে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর তালিকায় শীর্ষস্থান দখল করেছে বীমা খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ার কিনতে আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়ে দাম কমেছে। এতে শেয়ারের দামে বড় ধরনের পতন হয়েছে।
বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার কিনতে আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে ৩১ কোটি ছয় লাখ টাকা। আর প্রতি কার্যদিবসে গড় লেনদেন হয়েছে ছয় কোটি ২১ লাখ টাকা।
অপরদিকে, শেয়ারের দাম কমেছে ১৯ দশমিক ৫৮ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম কমেছে ৪৭ টাকা ৭০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ১৯৫ টাকা ৯০ পয়সায়, যা এর আগের সপ্তাহ শেষে ছিল ২৪৩ টাকা ৬০ পয়সা।
ডিএসইর তথ্য অনুযায়ী, কোম্পানিটির মোট শেয়ারের ৮২ দশমিক ৯৫ শতাংশ রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে ৭ দশমিক শূন্য ৪ শতাংশ রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে ১০ দশমিক শূন্য ১ শতাংশ শেয়ার।
এদিকে, শেষ সপ্তাহে ন্যাশনাল লাইফের পরই বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর তালিকায় ছিল ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ১৭ দশমিক ১২ শতাংশ। এর পরই রয়েছে পাইওনিয়ার ইন্স্যুরেন্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ১৩ দশমিক ৪১ শতাংশ।
এছাড়া শেষ সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা বাংলাদেশ সাবমেরিন কেবলসের ১১ দশমিক ৭১ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ১১ দশমিক ৫৪ শতাংশ, বিডি অটোকারের ৯ দশমিক ৫৯ শতাংশ, মেরিকো বাংলাদেশের ৭ দশমিক ৮২ শতাংশ, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ৭ দশমিক ৬৯ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ৬ দশমিক ৫৬ শতাংশ এবং মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৬ দশমিক ৩৫ শতাংশ দাম কমেছে।
More News Of This Category