জ্ঞানী মশাই
প্রভাষক জহিরুল ইসলাম
দুইয়ে দুইয়ে চার যে হয়
মনে দিলেই বুঝি
বিচারকের ভূমিকাতে
পাঁচের পথই খুঁজি।
আমি বুঝি, বুঝি
সবই বুঝি।।
তাল গাছটা থাকবে ঠিকই
বিচার যা হোক হবে
আইনের যত ধারাই থাকুক
প্রয়োগ না হয় হবে।
তাল গাছ আমার
আমারই রবে।।
আমি জ্ঞানী আমি ধ্যানী
মানা মান্নত সবই জানি
আমি শিখাই, রাস্তা দেখাই
শিখাবে আমায় কোন জ্ঞানী?
তন্ত্র মন্ত্র সবই আছে
আছে জ্ঞান গর্ব বাণী।।