দৃক নিউজ২৪ ডেস্ক:- এভারটনের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেও গোলের দেখা পায়নি চেলসি। শেষ পর্যন্ত ম্যাচটি গোল শূন্য ড্র হয়েছে।
গুডিসন পার্কে ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের করে খেলতে থাকে চেলসি। পুরো ম্যাচে চেলসির ৬৮ শতাংশ বলের দখল থাকে চেলসির কাছে। তবে হ্যাজার্ডের গোল মিসের মহরা অতিথিদের এগিয়ে যেতে দেয়নি। পরবর্তীতে সেই দলে কান্তে ও উইলিয়ানও যোগ দিলে কন্তে বাহিনীর ম্যাচে লিড নেয়ার স্বপ্ন ভেস্তে যায়।
দ্বিতীয়ার্ধেও চলতে থাকে চেলসির ব্যর্থতার মিছিল। ব্লু দের বস কন্তে বদলী হিসেবে ফ্যাব্রেগাস ও বাতশুয়াইকে নামিয়েও কোনো কুল কিনারা করতে পারেননি। রুনিকে ছাড়া মাঠে নামা স্বাগতিকরা পাল্টা কয়েকটি আক্রমণ করলেও গোলের দেখা পায়নি। ফলে ড্রতেই শেষ হয় ম্যাচটি।
এই ড্রয়ে লিগে গত ছয় ম্যাচের সবকটিতেই অপরাজিত রইল এভারটন। এর মধ্যে পাঁচটি ম্যাচই নতুন কোচ স্যাম অ্যালারডাইসের অধীনে।
More News Of This Category