,
শিরোনাম
হযরত মাওলানা মরহুম এমদাদুর রহমান (রঃ) এর ঈসালে সাওয়াব উপলক্ষে মীলাদ ও দোআ মাহফিল এবং অসহায় গরীবদের মাঝে কাপড়  বিতরণ ইসলামিক ফাউন্ডেশন এর ২০২৩ শিক্ষা বর্ষের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মধ‌্যে পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনকে কেন্দ্র করে জগন্নাথপুরে মামলা দায়ের বাতিল হতে পারে ১৫ আগস্টের সরকারি ছুটি ইন্টারনেট শাটডাউন: তদন্তে বেরিয়ে এলো যাদের নাম শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন ড. ইউনূস আমার মায়ের পদত্যাগের বিষয়ে দেয়া বিবৃতি পুরোপুরি মিথ্যা: জয় চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলসহ উপদেষ্টা পরিষদের ৮ সিদ্ধান্ত প্রথম দিনেই তিন সিদ্ধান্ত নিলেন আসিফ মাহমুদ

৭ মার্চের ভাষণকে ইউনেস্কোর স্বীকৃতিতে জগন্নাথপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা

মো: কুতুব উদ্দিন:-  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো ‘বিশ্ব প্রামান্য ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি দেয়ায় সুনামগঞ্জের জগন্নাথপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) সকাল ৯ ঘটিকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে উপজেলা পরিষদের সামন থেকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আব্দুস সামাদ আজাদ অডিটোরিমে আলোচনা সভায় মিলিত হয়।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহর সভাপতিত্বে ও প্রাথমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ সিদ্দিক আহমদ।

আরও বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেরা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দে, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ হারুন অর রশীদ, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মখলুছ মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা কৃষক লীগের সভাপতি আফসর উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লিটন মিয়া, ছাত্রলীগের সভাপতি সাফরুজ ইসলাম মুন্না।

এসময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুখলেছুর রহমান, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, রানীগঞ্জ আওয়ামী লীগের সভাপতি হাজি সুন্দর আলী, সাধারণ সম্পাদক ডা. ছদরুল ইসলাম, পৌর আওয়ামী লীগ নেতা ইউনুস মিয়া প্রমুখ।

আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদের অংশগ্রহনে ভাষণের উপর রচনা ও কুইজ প্রতিযোগীতাসহ সাংস্ককৃতিক পর্ব শুরু হয়।

এর আগে সকাল সাড়ে নয়টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহর নেতৃত্বে বিশাল আনন্দ শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় দুই সহস্রাধিক মানুষ।

 

     More News Of This Category

ফেসবুকে আমরা

 

 

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৪:৪৪
  • দুপুর ১১:৪৮
  • বিকাল ৩:৫৫
  • সন্ধ্যা ৫:৩৬
  • রাত ৬:৫০
  • ভোর ৫:৫৬