,
শিরোনাম
জগন্নাথপুরে জাতীয় ইমাম সম্মেলন সম্পন্ন হযরত মাওলানা মরহুম এমদাদুর রহমান (রঃ) এর ঈসালে সাওয়াব উপলক্ষে মীলাদ ও দোআ মাহফিল এবং অসহায় গরীবদের মাঝে কাপড়  বিতরণ ইসলামিক ফাউন্ডেশন এর ২০২৩ শিক্ষা বর্ষের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মধ‌্যে পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনকে কেন্দ্র করে জগন্নাথপুরে মামলা দায়ের বাতিল হতে পারে ১৫ আগস্টের সরকারি ছুটি ইন্টারনেট শাটডাউন: তদন্তে বেরিয়ে এলো যাদের নাম শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন ড. ইউনূস আমার মায়ের পদত্যাগের বিষয়ে দেয়া বিবৃতি পুরোপুরি মিথ্যা: জয় চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলসহ উপদেষ্টা পরিষদের ৮ সিদ্ধান্ত

কৃষি ঋণের ১৩ শতাংশের বেশি খেলাপি

দৃক নিউজ২৪ ডেস্ক:- চলতি (২০১৭-১৮) অর্থবছরের সেপ্টেম্বর শেষে ব্যাংকিং খাতে কৃষি ও পল্লী ঋণের খেলাপির পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার ১১২ কোটি ৭০ লাখ টাকা; যা মোট ঋণের ১৩ দশমিক ১৩ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কৃষি খাতে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৫ হাজার ১১২ কোটি ৭০ লাখ টাকা; যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৪ হাজার ৫২৯ কোটি ৭২ লাখ টাকা। এ হিসেবে এক বছরের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ৫৮২ কোটি ৯৮ লাখ টাকা।

কৃষি খাতের ঋণ খেলাপির সিংহভাগই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর। এসব ব্যাংকের ঋণ খেলাপির পরিমাণ ৪ হাজার ৯৪০ কোটি ১২ লাখ টাকা। এর মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। বিশেষায়িত এই ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ ২ হাজার ৩০৫ কোটি ২৫ লাখ টাকা। এর পরই রয়েছে সোনালী ব্যাংক লিমিটেড। এ ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ ১ হাজার ৩৩০ কোটি ৪৫ লাখ টাকা এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের খেলাপি ঋণ ৮৩৩ কোটি ৮৫ লাখ টাকা।

প্রতিবেদনে দেখা গেছে, চলতি অর্থবছরের ( জুলাই-সেপ্টেম্বর) প্রথম তিন মাসে দেশের ব্যাংকগুলো মোট ৪ হাজার ২৩৫ কোটি ৭৪ লাখ টাকা কৃষি ঋণ বিতরণ করেছে; যা লক্ষ্যমাত্রার ২০ দশমিক ৭৬ শতাংশ। গত বছর একই সময়ে ৩ হাজার ৪৪৩ কোটি ৮৫ লাখ টাকা কৃষি ঋণ বিতরণ করেছিল ব্যাংকগুলো।

সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকগুলোর কাছে থাকা বিপুল উদ্বৃত্ত অর্থ বিনিয়োগে নিতে কৃষি খাতে ঋণ বিতরণে আগ্রহ বেড়েছে। এ ছাড়াও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোও লক্ষ্যমাত্রার আলোকে ঋণ বিতরণ করছে। ফলে আগের চেয়ে কৃষি ঋণ বিতরণের হার অনেক বেড়েছে।

চলতি ২০১৭-১৮ অর্থবছরে কৃষি খাতে ব্যাংকগুলোর ২০ হাজার ৪০০ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা রয়েছে। এ লক্ষ্যমাত্রা আগের অর্থবছরের লক্ষ্যমাত্রার তুলনায় ১৬ দশমিক ২৪ শতাংশ বেশি। যদিও গত অর্থবছরের প্রকৃত বিতরণের চেয়ে তা কম। গত অর্থবছর কৃষি খাতে ১৭ হাজার ৫৫০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে বিতরণ হয় ২০ হাজার ৯৯৯ কোটি টাকা; অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ২০ শতাংশ বেশি।

চলতি অর্থবছরের তিন মাসে রাষ্ট্রায়ত্ত ও বিশেষায়িত ব্যাংকগুলো কৃষি ঋণ বিতরণ করেছে প্রায় ১ হাজারা ৪৭৫ কোটি টাকা। এ ছাড়া বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলো বিতরণ করেছে ২ হাজার ৭৬০ কোটি টাকা।

কৃষি ঋণ বিতরণে শীর্ষে রয়েছে- সরকারি খাতের বাংলাদেশ কৃষি ব্যাংক।
আলোচিত সময়ে ব্যাংকটি ৯০৪ কোটি ৮৪ লাখ টাকার কৃষি ঋণ বিতরণ করেছে; যা মোট লক্ষ্যমাত্রার ১৮ দশমিক ৪৭ শতাংশ। এর পরই রয়েছে বেসরকারি খাতের ইসলামী ব্যাংক। ব্যাংকটি প্রায় ৩৪৩ কোটি টাকার কৃষি ঋণ বিতরণ করেছে; যা লক্ষ্যমাত্রার ২৯ দশমিক ৬২ শতাংশ।

     More News Of This Category

ফেসবুকে আমরা

 

 

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৪:৫৯
  • দুপুর ১১:৪৭
  • বিকাল ৩:৩৭
  • সন্ধ্যা ৫:১৬
  • রাত ৬:৩২
  • ভোর ৬:১৩