ইয়াকুব মিয়া#
মানা সংক্রান্ত মামলা জনিত কারনে দীর্ঘ দিন যাবৎ ভোটাধিকার বঞ্চিত স্বনামধন্য মীরপুর ইউনিয়নের নির্বাচন আদায়ে যে জনসচেতনতা সৃষ্টি হয়েছে, তা আমাদের প্রাণের দাবীতে পরিণত হয়েছে। নির্বাচন বঞ্চিত ইউনিয়নের সর্বত্র চরম হাহাকার বিরাজ করছে। তাই যেকোন মূল্যে তাদের ভোটের অধিকার আদায়ে সচেতন ইউনিয়নবাসী আজ ঐক্যবদ্ধ।
জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক জননন্দিত চেয়ারম্যান, মীরপুর ইউনিয়নের সাবেক দুই বারের সফল চেয়ারম্যান, বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব মোঃ আকমল হোসেন ৫ আগষ্ট শনিবার বেলা ১২টায় সর্বদলীয় মীরপুর ইউনিয়ন নির্বাচন বাস্তবায়ন পরিষদের ব্যানারে মীরপুর ইউনিয়নের নির্বাচন আদায়ের দাবীতে ইউনিয়নের ২৮টি গ্রামের গণ্যমান্য ব্যক্তি বর্গের সমন্বয়ে মীরপুর বাজারে বিশাল মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
পরিষদের আহবায়ক শিক্ষাবিদ আলহাজ্ব মাওলানা মহিউদ্দিন এমরানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার মোঃ হরমুজ আলী, মাস্টার মঈন উদ্দিন খান, হলিয়ার পাড়া ফাজিল মাদরাসা গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব আব্দুল হক, সালিশী ব্যক্তিত্ব মোঃ ইমান আলী, সমাজসেবক ও রাজনীতিবিদ আতাউর রহমান আলতাব, ইলিয়াছ আহমদ, ইয়াওর মিয়া, হাজী নূরুল ইসলাম, আব্দুল কাদির, আব্দুল নূর, আব্দুল হান্নান, মোঃ রফিক উদ্দিন, শিক্ষাবিদ মিজানুর রহমান মিজান, সাহাব উদ্দিন মেম্বার, জহুর মিয়া, লিতু খান, শামসুজ্জামান শামীম, সুলতান মিয়া, বাদশা মিয়া প্রমুখ।
ভোটাধিকার বঞ্চিত দশঘর ইউনিয়নের পক্ষে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন মোঃ দিলু মিয়া।যুবনেতা ফয়ছল হোসনের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, আব্দুল মতিন ড্রাইভার, শিক্ষানুরাগী আব্দুল মানিক, নজরুল ইসলাম, আবুল বশর, জিবরীল আমীন, মোস্তফা আলী চাদ মিয়া, সুহেল মিয়া, মফজ্জুল শিকদার,ছাব্বির, আজির উদ্দিন, ছালিক মিয়া, আলী হোসেন, মন্জুরুল আমীন, মহিউদ্দিন সেলিম, সাইফুল, হাবিবুর রহমান,আনহার, সালাহ উদ্দিন, আব্দুল করিম, সেলিম, রুহেল, মামুন, নাজমুল, জমির, ইউসুফ, হাফিজসহ প্রায় তিন শতাধিক সচেতন নাগরিকবৃন্দ উপস্হিত ছিলেন
More News Of This Category