নিজস্ব প্রতিবেদক:- আদর্শ সমাজ বিনির্মাণ ও জাতীয় উন্নয়নে ইমাম সমাজের ভূমিকা বিষয়ক প্রতিপাদ্য কে সামনে রেখে জগন্নাথপুরে দুই পর্বের জাতীয় ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৩শে অক্টোবর বুধবার জগন্নাথপুর উপজেলা মডেল মসজিদ হলরুমে জগন্নাথপুর উপজেলা ইমাম সমিতির সভাপতি জনাব হাফিজ মুহিবুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফ আলী এর পরিচালনায় অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় ইমাম সমিতির মহাসচিব মাওলানা শাহ নজরুল ইসলাম।
বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা ইমাম সমিতির সভাপতি জনাব হাফিজ ইদ্রিস আহমেদ, জগন্নাথপুর উপজেলা জামাতে ইসলামির আমীর জনাব, মাওলানা লুৎফুর রহমান। জগন্নাথপুর উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম এর সভাপতি জনাব, মাওলানা সৈয়দ মছরুর আহমদ। জগন্নাথপুর উপজেলা খেলাফত মজজিলস এর সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার।
২য় পর্বের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক জনাব কয়ছর এম আহমদ।
অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন ইমাম হচ্ছে সম্মানি ব্যক্তি তারা আল্লাহর বানী ও নবী রাসূলের পথে চলার জন্য সকল কে অনুপ্রাণিত করেন। তাদের সু-চিন্তিত ইসলামিক আলোচনা সমাজে অন্যায় অবিচার থেকে মানুষকে দুরে রাখতে সাহায্য করে। নতুন করে দেশ ও জাতি গঠনে ইমাম সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ।
ইমাম মাওলানা দিলোয়ার হোসাইন এর কোরআন তিলাওয়াত এর মধ্য দিয়ে শুরু হওয়া সভায় স্বাগত বক্তব্য রাখেন মাওলানা ফজলুল করিম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাধারণ কেয়ারটেকার জনাব আব্দুল হক, রাণীগঞ্জ রির্সোস সেন্টার এর সাধারণ কেয়ারটেকার ও ইমাম মুফতি নিজাম উদ্দিন সালেহী শিশু মিয়া সহ উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত করেন জাতীয় ইমাম সমিতির মহাসচিব মাওলানা শাহ নজরুল ইসলাম।
More News Of This Category