নিজস্ব প্রতিবেদক:- জগন্নাথপুরে হকস্ হোসাইন এন্ড সন্স ফাউন্ডেশন এর অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বালিকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি বালিকান্দী গ্রাম নিবাসী তরুণ সমাজ সেবক বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ মনোরুল হক এর পরিবারের প্রবাসে বসবাসরত ও বাংলাদেশে বসবাসরত সদস্যদের হাতে গড়া আর্থ মানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন হকস্ হোসাইন এন্ড সন্স ফাউন্ডেশন এর অভিষেক উপলক্ষে অনুষ্ঠান ২৮ শে আগষ্ট রোজ (রবিবার) বিকালে স্থানীয় ডায়মন্ড কমিউনিটি সেন্টারে বালিকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ মনোরুল হক এর সভাপতিত্বে ও কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর সাবেক মেম্বার মির্জা আব্দুল লতিফ এর পরিচালনায় অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট এসোসিয়েশন এর সহ-সভাপতি ও প্রিয়জন ফাউন্ডেশন এর সভাপতি যুক্তরাজ্য প্রবাসী মোঃ খায়রুল ইসলাম, শাহজালাল মহাবিদ্যালয় এর প্রিন্সিপাল মোঃ আব্দুল মতিন, পাড়ারগাঁও আইডিয়াল হাইস্কুল এন্ড কলেজ এর শিক্ষক মোঃ আব্দুল সালাম, প্রিয়জন ফাউন্ডেশন এর সাধারন সম্পাদক এনামুল হক লিলু, শিক্ষা বিষয়ক সম্পাদক সাদিকুল রহমান ও অন্যতম সদস্য আব্দুল আলীম।
এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল হাই, বিশিষ্ট শিক্ষানুরাগী ফয়জুল হক, কামাল হোসেন লিলু,শাহ আলম, ইকবাল হোসেন, মোহন মিয়া, নাঈম, ইমাদ উদ্দিন মাসুম ও সাজুল প্রমূখ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
অভিষেক অনুষ্ঠানে হকস্ হোসাইন এন্ড সন্স ফাউন্ডেশন এর পক্ষ থেকে বাংলাদেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে মেধা তালিকায় বিশেষ স্থান দখল করায় কলকলিয়া ইউনিয়নের গুংগিয়ার গাও গ্রামের কৃতি সন্তান ও শাহজালাল মহাবিদ্যালয় এর ছাত্র কাজল বৈদ্যকে ৫০ হাজার টাকার মেধা বৃত্তি প্রদান করা হয়।
পরিশেষে সংগঠন এর পক্ষ থেকে অতিথি বৃন্দকে মিষ্টিমূখ করানো হয়।
More News Of This Category