মানববন্ধনে জগন্নাথপুর উপজেলাসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশে নেন।
এতে বক্তব্য রাখেন- মিজানুর রহমান খোকন এর আপন চার ভাই যুক্তরাজ্য প্রবাসী মোশারফ হোসেন লিলু, দেলোয়ার হোসেন দিলু, আনোয়ার হোসেন, শিপন মিয়া, এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৌরভ হোসেন, নিহতের আপন দুলা ভাই উমর মিয়া, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সদস্য মাহবুবুল হাসান মোহন, গলাখাল গ্রামের সালিশি ব্যক্তিত্ব সাজুল মিয়া, নুরুল হক, শহিবুর রহমান শাহিব, ফখর মিয়া, মাশুক মিয়া, আশিক মিয়া, আক্তারুজ্জামান, ওয়াহিদুল কবির শামীম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে উন্নয়ন হচ্ছে। কিন্তু আমরা মানবিক উন্নয়ন চাই, মানুষের নিরাপত্তার নিশ্চয়তা চাই। মিজানুর রহমান খোকনকে পরিকল্পিত ভাবে আদালত অঙ্গনে হত্যা করায় জাতিকে শংকিত ও অরক্ষিত করে তুলেছে। আদালত অবমাননাসহ আদালতের ভাবমুর্তি ক্ষুন্ন করেছে খুনিরা যেখানে এসে মানুষ নিরাপদ আশ্রয় খুজে সেখানে যদি এমন ঘটনা সংঘটিত হয় তাহলে মানুষ আর কোথায় নিরাপধে থাকবে। আমরা বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। তারা মিজানুর রহমান খোকন হত্যার সাথে জড়িত পলাতক দুই আসামী ইসরাইল ও শাহানকে দ্রুত গ্রেফতার করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ফাঁসির দাবী জানান।