,
শিরোনাম
১৬ ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে কলকলিয়ায় “এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমি” কর্তৃক বিভিন্ন কর্মসূচী পালন জগন্নাথপুরে জাতীয় ইমাম সম্মেলন সম্পন্ন হযরত মাওলানা মরহুম এমদাদুর রহমান (রঃ) এর ঈসালে সাওয়াব উপলক্ষে মীলাদ ও দোআ মাহফিল এবং অসহায় গরীবদের মাঝে কাপড়  বিতরণ ইসলামিক ফাউন্ডেশন এর ২০২৩ শিক্ষা বর্ষের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মধ‌্যে পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনকে কেন্দ্র করে জগন্নাথপুরে মামলা দায়ের বাতিল হতে পারে ১৫ আগস্টের সরকারি ছুটি ইন্টারনেট শাটডাউন: তদন্তে বেরিয়ে এলো যাদের নাম শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন ড. ইউনূস আমার মায়ের পদত্যাগের বিষয়ে দেয়া বিবৃতি পুরোপুরি মিথ্যা: জয়

কে এই তালহা! বন‌্যায় কবলিত জগন্নাথপুর বাসীর জন‌্য যার তত্বাবধানে এলো ১ কোটি টাকার ত্রাণ

মু. জামাল হুসাইন:- আকস্মিক বন‌্যায় আক্রান্ত জগন্নাথপুর তথা সুনামগঞ্জবসী ঘর বাড়ী ছেড়ে অনেকেই আশ্রয় নিয়েছেন স্কুল কলেজ মাদ্রাসা সহ বিত্তশালীদের দোতালা বাড়ী কিংবা ব‌্যবসা প্রতিষ্টানে। চারদিকে যখন খাদ‌্য চিকিৎসার জন‌্য হাহাকার তখনি একজন হাতেমতায়ী যেন জগন্নাথপুরে আগমন ঘটল। বন‌্যার প্রথম দিন থেকেই যার ত্রান জগন্নাথপুর উপজেলা প্রতিটি গ্রাম প্রতিটি আশ্রয় কেন্দ্রে পৌছেচে।

বলছিলাম জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের পিরেরগাও এর পীরেরবাড়ির সন্তান সৈয়দ তালহা আলম এর কথা। সৈয়দ তালহা আলম বন‌্যার প্রথম দিন থেকে আজ অব্দি পর্যন্ত প্রায় নিজস্ব, নিজ দলের এবং শুভাকাঙ্খীদের অর্থায়নে ১ কোটি টাকার উপর ত্রান সামগ্রী জগন্নাথপুর উপজেলার ৮টি ইউনিয়ন এবং পৌরসভার বন‌্যা কবলিত অসহায় বন‌্যার্থদের মধ‌্যে খাদ‌্য সামগ্রী, চিকিৎসা সেবা ও কিছু জায়গায় নগদ অর্থ বিতরণ করেছেন।

পাইলগাও ইউনিয়নের বাসিন্দা দিন মজুর আফতাব আলী বলেন, শুক্রবার যখন এ রাতে ঘরে পানি ঢুকল তখন দিশেহারা হয়ে পরলাম বিকালে স্থানীয় বিদ‌্যালয়ে আশ্রয় নিলাম খাবার কিছুই জমা ছিলনা দোকান পাট প্রায় বন্ধ যে সমস্থ দোকান খোলা দাম বৃদ্ধি পাওয়ায় খাদ‌্য সমগ্রী কিনতে পারছিলনা রাতে স্ত্রী সন্তান নিয়ে না খেয়েই ঘুমিয়েছি শনিবার সকালে তালহা ভাইর একজন কর্মী আমাদের মধ‌্যে চাল ঢাল, আলো, তেল মোমবাতি সহ নিত‌্য প্রয়োজনিয় জিনিষ দিয়ে যান। তখন মনে মনে বলেছিলাম যেন আল্লাহ রিজিক এর ব‌্যাবস্থা করে দিয়েছেন তালহা ভাইর মাধ‌্যমে।

বন‌্যায় গৃহহীন হয়ে পড়া কলকলিয়া ইউনিয়নের আনছার আহমদ বলেন, সৈয়দ তালহা আলম এর ত্রান পেয়ে অত‌্যান্ত খুশি ত্রানের পাশাপাশি গৃহ নির্মানের জন‌্য নগদ অর্থ ও দিয়েছেন। তিনি আমাদের জন‌্য যা করেছেন তা ভুলার মত নয়।

শুধু আফতাব বা আনছার নয় উপজেলার প্রায় ৬ হাজার পরিবারের মধ‌্যে একটু হাসি ফুটিয়েছেন সৈয়দ তালহা।

সৈয়দ তালহা আলম এর সাথে কথা বলে জানাযায়, গত করোনা কালিন সময় থেকে জগন্নাথপুর উপজেলার প্রতিটি গ্রামে হতদরীদ্র মানুষকে সহায়তা করে আসছেন, মানুষের সেবাই তার ধর্ম তাই তিনি এই আকস্মিক বন‌্যায় ক্ষতিগ্রস্থদের জন‌্য তার ব‌্যক্তিগত তহবিল থেকে প্রায় ১ কোটি টাকা বরাদ্ধ করেছেন। বিগত করোনার লোকডাউনে প্রায় ৭০ লক্ষ টাকার অনুদান দেন। গত বছরের বন্যায় চিলাউড়া এবং কলকলিয়া ইউনিয়নে প্রায় ১০০০ পরিবারকে সহায়তা করেন।

সৈয়দ তালহা আলম মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ব্যাবসা এবং আইন বিষয়ে মাস্টার্স করে ১২ বছর ব্যাবস্থাপনায় চাকুরী করেন। বর্তমানে উনার মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যাবসার পাশাপাশি সিলেট বিভাগে ব্যাবসা রয়েছে। উনার অধীনে শতাধিক লোকের কর্মসংস্থান আছে।

আগামী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সৈয়দ তালহা আলম। জমিয়তে উলামায়ে বাংলাদেশের মনোনীত প্রার্থী তিনি। দলমত নির্বিশেষে সবার কাছে জনপ্রিয় তালহা আলম আগামীতে উনার ব্যাবস্থাপনা জ্ঞান এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে জগন্নাথপুরের উন্নয়নে সবার কাছে দোয়া প্রত্যাশী।

     More News Of This Category

ফেসবুকে আমরা

 

 

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৫:১১
  • দুপুর ১১:৫৯
  • বিকাল ৩:৪০
  • সন্ধ্যা ৫:১৯
  • রাত ৬:৩৮
  • ভোর ৬:৩৬