হাজিবুল্লা মুন্সি বাড়ির এ অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মো. ফোরকান (৪৬) নামের এক পক্ষঘাতগ্রস্ত ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। নিহত ফোরকান হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের মোহাম্মদ আলীর ছেলে।
হাটহাজারী ফায়ার স্টেশনের টিম লিডার বিভূতি বড়ুয়া জাগো নিউজকে জানান, শুক্রবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে হাটহাজারীর পূর্ব দেওয়ান নগর এলাকায় মঞ্জুরুল আলম নামের একজনের বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা ৪৫ মিনিটে রাত ৩টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
অন্যদিকে শনিবার ভোর সাড়ে ৫টার দিকে পৌরসভার ৯নং ওয়ার্ডে প্রবাসী ছবুরের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ঘটনায় ফোরকান নামের এক ব্যক্তি আগুনে পুড়ে মারা গেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাসী ছবুরের বোনের স্বামী ফোরকান প্যারালাইসিসে আক্রান্ত ছিলেন। সম্প্রতি তিনি শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। শনিবার ভোরে পাশের ঘরে আগুন লাগলে দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ফোরকানকে বের করা যায়নি। এতে অগ্নিদগ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহাজাহান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল পৌনে ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মারা যাওয়া ফোরকান নামের ওই ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।