সিনিয়র নিজস্ব প্রতিবেদক:- পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভিডিও কনফারেন্স এট মাধ্যমে সারা দেশব্যাপী এক সাথে হস্তান্তর করেছেন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সারা দেশে একযোগে মাননীয় প্রধানমন্ত্রী আশ্রয়ন- ২ প্রকল্পের আওতায় ৩য় পর্যায়ের জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্ভোধন ও হস্তান্তর করেন। এ উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসন এর আয়োজনে ২৬ শে এপ্রিল রোজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকা হতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আতাউর রহমান, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপম দাস অনুপ, জগন্নাথপুর উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক হাজী মোঃ রেজাউল করিম রিজু, সহ-সভাপতি মোঃ আব্দুল কাইয়ূম মশাহিদ, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুত্র ধর, জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান, জগন্নাথপুর উপজেলা সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুদ্দীন, জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মোখলেছুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাণিক চন্দ্র দাস, জগন্নাথপুর ভেটেন্যারী হাসপাতালের কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ, উপজেলা আইটিসি কর্মকর্তা আশীষ চক্রবর্তী, কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম বকুল, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি বাবু শংকর রায়, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ কামাল উদ্দিন ও ছাত্রলীগের সভাপতি মোঃ আব্দুল মুকিত প্রমূখ এবং সুবিধাভোগী জনসাধারণ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
পরে জগন্নাথপুর উপজেলা পুষ্টি কমিটির পক্ষ থেকে সুবিধাভোগী পরিবারের লোকজন এর মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।