নিজস্ব প্রতিবেদক:- সুনামগঞ্জের জগন্নাথপুরে রাধানাথ দাস (২৪) নামের জিসকা ঔষুধ কোম্পানীর এক বিক্রয় প্রতিনিধি আত্মহত্যা করেছেন। তিনি নেত্রকোনা জেলার কালিয়াজুরি থানার যাদবপুর গ্রামের আহল্লাদ দাসের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর মাঝপাড়া গ্রামের জমিল মিয়ার বাসায় ভাড়াটে হিসাবে বসবাস করে আসছিলেন।
স্থানীয়রা জানান, ২৫ এপ্রিল রাতে নিজ ঘরে সিলিং ফ্যানের সাথে গলায় গামছা পেচিয়ে রাধানাথ দাস আত্মহত্যা করেন। খবর পেয়ে ২৬ এপ্রিল মঙ্গলবার জগন্নাথপুর থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করেন। জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) সুশংকর পাল, এসআই জিন্নাতুল ইসলাম তালুকদার, এসআই মির্জা শাফায়েত হোসেন ও স্থানীয় পৌর কাউন্সিলর কামাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এখন পর্যন্ত আত্মহত্যার কারণ জানা যায়নি।
More News Of This Category