হুমায়ূন কবীর ফরীদি, সিনিয়র নিজস্ব প্রতিবেদক:- জগন্নাথপুরে মাসুম(২৫) হত্যাকরীদের ফাঁসির দাবীতে জগন্নাথপুর মোবাইল মার্কেট সমিতির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের বাড়ী জগন্নাথপুর নিবাসী মাসুম মিয়া(২৫) এর হত্যাকারীদের ফাঁসির দাবীতে জগন্নাথপুর মোবাইল মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে ২৫ শে এপ্রিল রোজ সোমবার স্থানীয় পৌর পয়েন্টে অত্র সমিতির সভাপতি মোঃ নোহেল আহমদ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সুমন আহমদ এর পরিচালনায় মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রতিবাদী জনতা।
উল্লেখ্য, বিগত ২১ শে এপ্রিল রোজ বৃহস্পতিবার বিকালে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের বাড়ী জগন্নাথপুরে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষে গরুতর আহত হয়ে মাসুম মিয়া(২৫) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৩ শে এপ্রিল ভোরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেছেন। এই ঘটনায় তাঁর মা রিনা বেগম বাদী হয়ে জগন্নাথপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। এই মামলার ৫ আসামী জেল হাজতে রয়েছেন।
More News Of This Category