নিজস্ব প্রতিবেদক:- সুনামগঞ্জের জগন্নাথপুরের কুবাজপুর বাজার জামে মসজিদের সামনে গতকাল বুধবার স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক শিক্ষককে পিটিয়ে আহত করে কয়েকজন শিক্ষার্থী। এ ঘটনায় ওই শিক্ষকের ভাই শাহ আলম বাদী হয়ে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করে। আজ বৃহস্পতিবার ওই মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন-মারজান মিয়া ও আনছার মিয়া।
পুলিশ ও এলাকাবাসী থেকে জানা যায়, কুবাজপুর সুন্নিয়া আলিম মাদ্রাসার শিক্ষক সামসুল হক কয়েক দিন আগে স্থানীয় একটি বিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগ পেয়ে ওই মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র কুবাজপুর গ্রামের কবির মিয়ার ছেলে মারজান মিয়াকে শ্রেণি কক্ষে শাসন করেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে মারজান, মাহিদ, নোমান ও আনছারসহ কয়েকজন মিলে বুধবার সন্ধ্যায় শিক্ষককে একা পেয়ে পিটিয়ে আহত করে। পরে এলাকার লোকজন আহত শিক্ষককে জগন্নাথপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এস আই) আব্দুস ছত্তার বলেন, ‘অভিযোগ পাওয়ার পর সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের কারাগারে পাঠানো হয়েছে।’
More News Of This Category