নিজস্ব প্রতিবেদন:- সুনামগঞ্জে জগন্নাথপুরের সর্ববৃহৎ নলুয়া হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধ পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আজিজুস সামাদ আজাদ। গতকাল রোববার বিকেলে তিনি নলুয়া হাওরের ঝুঁকিপূর্ণ ভুরাখালি হামহামির বেড়িবাঁধ জগন্নাথপুর উপজেলায় হাওররক্ষা বেড়িবাঁধ পরিদর্শন করেছেন। এনসময় তিনি হাওরে সার্বিক পরিস্থিতির খোঁজ খবর দেন। পরিদর্শনকালে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরআগে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনাসভায় তিনি বক্তব্য দেন।